পুলিশের পোশাক পরে চাঁদাবাজির সময় ২ ভুয়া পুলিশকে আটক করল জনতা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),আইন আদালত প্রতিনিধি  ,সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১ : ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজিকালে ২ জন ভুয়া পুলিশকে আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করেছেন জনতা।

Advertisement

আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাজবাড়ী উপজেলার বসন্তপুর ইউনিয়ন এলাকার জুট মিলে সামনে হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বিচিত্রা গ্রামের নাজমুল পাটোয়ারীর ছেলে জুনায়েদ পাটোয়ারী (৩১) ও মুকুন্দিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সৌরব হোসেন (২০)।

স্থানীয়রা জানিয়েছে, ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় হাইওয়ে পুলিশ পরিচয়ে সড়কে চলাচলরত সাধারণ মানুষের গাড়ি আটকিয়ে গাড়ির কাগজপত্র চেক করার নামে চাঁদাবাজি করছিলেন তারা দুজন।

Advertisement

তাদের আচরণ স্থানীয় ও চালকদের কাছে সন্দেহজনক মনে হলে সাধারণ জনতা তাদের ২ জনকে আটক করে। পরে আহলাদিপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। ভুয়া এসআইয়ের নেম প্লেটে সিরাজুল ইসলাম নাম লেখা ছিল।

Advertisement

আহলাদিপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. জিল্লুর রহমান বলেন, ‘মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজিকালে ২ জন ভুয়া পুলিশকে স্থানীয়রা আটক করে আমাদের নিকট সোপর্দ করেছে।