কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের মরদেহের অন্তত চার কেজি মাংস উদ্ধার হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় এক বাসিন্দা। মঙ্গলবার (২৮ মে) ওই আবাসনের একটি সেপটিক ট্যাংক থেকে এই মাংস উদ্ধার করা হয় বলে দাবি করেন তিনি।
Advertisement
ওই ব্যক্তি বলেন, সঞ্জীবা গার্ডেনসে আমি কাজ করি। সকাল থেকেই আমি সেখানেই ছিলাম। যাকে (এমপি আনার) খুন করা হয়েছে তার মাংস টয়লেটে ফ্ল্যাশ করে দেয়া হয়। এরপর সেটি পাইপ দিয়ে ম্যানহোলের সেপটিক ট্যাংকে গিয়ে জমা হয়।
তিনি বলেন, সেখানে (সেপটিক ট্যাংক) যিনি (মাংস) উঠিয়েছেন, তিনি আমাদেরই বোনাই হন। তিন থেকে চার কেজি পরিমাণ মাংস পাওয়া গেছে।
এদিকে এমপি আনার হত্যার রহস্য উদঘাটন এবং তার খণ্ডিত দেহ উদ্ধারে কলকাতায় গিয়ে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ গোয়েন্দা পুলিশের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।
Advertisement
এরই অংশ হিসেবে মঙ্গলবার সঞ্জিবার টয়লেটের সেপটিক ট্যাংকে তল্লাশি চালানো হয়। সুয়ারেজ পাইপ ভাঙ্গা হয়। এরপরই এই মাংস উদ্ধারের বিষয়টি সামনে এলো।
তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বাংলাদেশ কিংবা কলকাতা পুলিশ।