ফেসবুকে লাইভ-স্ট্রিমিংকালে শিকাগোয় যুবককে গুলি করে হত্যা

SHARE

Antonio-Perkins-bg20160618180157ঢাকা: ফেসবুকে লাইভ-স্ট্রিমিংয়ে থাকাকালে যুক্তরাষ্ট্রের শিকাগোয় আন্তোনিও পারকিনসে নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

 

শুক্রবার (১৭ জুন) শহরটির পশ্চিমাঞ্চলে এ হত্যাকাণ্ড ঘটে। ২৮ বছর বয়সী পারকিনসের মাথায় ও ঘাড়ে দু’টি গুলিবিদ্ধ হয়েছে।

পারকিনসের হত্যাকাণ্ডের পরও তার লাইভ-স্ট্রিমিং ভিডিওটি ফেসবুকে থেকে গেছে। এখন পর্যন্ত সেটি ৭ লাখ বার দেখা হয়েছে।

তিন মাস আগে মার্চেও এ ধরনের একটি হত্যাকাণ্ড ঘটেছিল শিকাগোতে। সেবার লাইভ-স্ট্রিমিংয়ে থাকা এক ব্যক্তিকে ১৬টি গুলি করে হত্যা করা হয়।

শুক্রবারের এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কারা কেন কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়েও এখনও পুরোপুরি স্পষ্ট কিছু বলতে পারছে না পুলিশ।

তবে তারা জানিয়েছে, এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে তৎপরতা শুরু করেছে আইন প্রয়োগকারী বাহিনী।