ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),বগুড়ার শাজাহানপুর প্রতিনিধি ,মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ : বগুড়ার শাজাহানপুর থানায় হামলা চালিয়ে পুলিশকে মারপিট করে আসামি ছিনতাইচেষ্টার ঘটনায় অন্তত ৮-১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে থানা চত্বরে এই হামলার ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আজ রবিবার (০৭ এপ্রিল) সকালে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন।
Advertisement
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের রাজনীতিবিদ ও তরুন নেতা তাজুল ইসলাম তাজ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস মার্কায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
মেঘনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা।
আসামি ছিনতাইচেষ্টার ঘটনায় উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ আটজনকে আটক করেছে পুলিশ। পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামানের বাংলোবাড়ি এবং মাঝিড়াস্থ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।
শাজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া বাজার এলাকায় অভিযানে চালিয়ে আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুন মিয়াকে ২টি বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মিঠুন মিয়ার নামে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা চলমান। মিঠুন মিয়াকে থানায় নিয়ে আসার পর রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে থানায় প্রবেশ করে আসামি মিঠুন মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
Advertisement
এসময় থানার ওসি শহিদুল ইসলামকে ধাক্কা দেয় এবং অপর পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে পালিয়ে যায়। মারপিটে অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে এসআই আনিছুর রহমান, করস্টেবল ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর কিছু পরে নুরুজ্জামান তার বাহিনীর আরও সদস্যদের সংঘবদ্ধ করে আবারো থানায় আক্রমণ করতে মাঝিড়াস্থ তার পুরাতন বাড়ির সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে একত্রিত হয়েছে এমন খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামানসহ আটজনকে আটক করা হয়।
Advertisement
শাজাহানপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান সন্ত্রাসীদের গডফাদার। তার বিশাল এক সন্ত্রাসী বাহিনী রয়েছে। এই বাহিনীর সদস্যদের দিয়ে মাদক, ইট-বালু-মাটি সিন্ডিকেট, জমি দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার ভয়ে নিজ দলীয় নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আতঙ্কে থাকে। এমন কি গণমাধ্যমকর্মীরা পর্যন্ত নির্যাতনের শিকার হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
Advertisement
নুরুজ্জামানের বিষয়ে থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, একবছর আগে হাট-বাজার ইজারা টেন্ডারের সময় উপজেলা অডিটোরিয়ামে সবার সামনে থেকে কৌশলে দরপত্র চুরির ঘটনায় নুরুজ্জামান চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। নুরুজ্জামানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, জমি দখল, সরকারি কাজে বাঁধাসহ ৮-১০টি মামলা রয়েছে।
Advertisement
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিঠুনকে বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করা হয়। পরে মোটরসাইকেলের বহর নিয়ে সন্ত্রাসী স্টাইলে থানায় প্রবেশ করে হামলা চালিয়ে পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাই চেষ্টা করে। এ ঘটনায় থানায় হামলা মারপিট, আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।