মিল্টনের আশ্রমের দায়িত্ব নিল ‘শামসুল হক ফাউন্ডেশন’ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ : আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, “আমরা মৌখিকভাবে মোট ২১২ জনের সাময়িক দায়িত্ব নিয়েছি।”

গ্রেপ্তার হওয়া মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশন’র দায়িত্ব নিয়েছে ‘আলহাজ শামসুল হক ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠান।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ সোমবার এ তথ্য জানান।

Advertisement

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের রাজনীতিবিদ ও তরুন নেতা তাজুল ইসলাম তাজ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস মার্কায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

মেঘনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা।

রাজধানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের হারুন বলেন, “মিল্টন সমাদ্দারের আশ্রমে যারা আছেন, তাদের পরিষেবার সাময়িক দায়িত্ব নেওয়ার বিষয়ে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। পরে তাদের অনুরোধ রক্ষা করা হয়।”

মিল্টন সমাদ্দারের আশ্রমের সবার সব ধরনের সেবা দেওয়ার বিষয়ে ‘আলহাজ শামসুল হক ফাউন্ডেশন’ রাজি আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মিল্টনের ভাষ্য অনুযায়ী, তিনি অনাথ, অর্ধাঙ্গ, ক্ষুধার্তদের নিজের ফাউন্ডেশনে আশ্রয় দিতেন। আশ্রিতদের মধ্যে ৪৫জন শিশু আছে বলে মিল্টন আদালতকে জানিয়েছেন।

হারুন অর রশীদ বলেন, “আশ্রমে ডাক্তার থাকবেন। শামসুল হক ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সেখানকার মানুষদের খাওয়ার ভালো ব্যবস্থা করবে। মানবিক আচরণ করা হবে, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসাসেবার বিষয়সহ এরই মধ্যে তারা কাজ শুরু করেছে।

“সবাইকে মিল্টনের আশ্রমে রেখেই শামসুল হক ফাউন্ডেশন এই সেবা দেবে। পরবর্তীতে আইনগতভাবে যা হবে, সেটা সে অনুযায়ী সিদ্ধান্ত হবে। বর্তমানে আশ্রমে যারা আছেন, তাদের যেন সেবার কোনো ত্রুটি না হয় সে জন্য সাময়িক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Advertisement

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের উত্তরে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, “নারী-পুরুষ, শিশু ও স্টাফসহ মিরপুরের আশ্রমে ৩৯ জন এবং সাভারের আশ্রমে ১৭৩ জন রয়েছে। আমরা মৌখিকভাবে মোট ২১২ জনের সাময়িক দায়িত্ব নিয়েছি। এরইমধ্যে খাওয়া, কাপড়চোপড় চিকিৎসাসেবা শুরু করা হয়েছে।”

সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা শিশুদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করার ছবি-ভিডিও শেয়ার করে আলোচনায় আসা মিল্টন সমাদ্দারকে গত ১ মে সন্ধ্যায় মিরপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।কয়েকদিন বিভিন্ন সংবাদমাধ্যমে আশ্রয়কেন্দ্রের নামে তার অনিয়মের খবর প্রকাশ হতে থাকলে ফের তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এরপরই তৎপর হয় পুলিশ।

Advertisement

সিটি করপোরেশনের সিল নকল করে আশ্রমের বাসিন্দাদের জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে গ্রেপ্তারের পরদিন তার বিরুদ্ধে মামলা করা হয়। পরে মারধর ও মানবপাচারের অভিযোগে আরো দুটি মামলা হয় তার নামে।

মারধরের মামলাটি করেছেন রাজধানীর দারুস সালাম এলাকার বাসিন্দা মতিউর রহমান। মিল্টনের আশ্রমে থাকা একজনকে মারধরের অভিযোগে তিনি এ মামলা করেন। মিল্টন ছাড়া অজ্ঞাত আরো চার-পাঁচজনকে সেখানে আসামি করা হয়।

Advertisement

আর মানবপাচারের অভিযোগে মামলাটি করেছেন জিগাতলার বাসিন্দা এম রাকিব। মামলায় মিল্টনকে প্রধান আসামি করে অজ্ঞাত তিন-চারজনের কথা বলা হয়েছে।

মানবপাচার আইনের মামলায় মিল্টনকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

Advertisement

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ কর্মকর্তা হারুন বলেন, “মিল্টন রিমান্ডে জিজ্ঞাসাবাদে মাদক সেবন করে আশ্রমে থাকা বৃদ্ধদের নানা উছিলায় মারধরের কথা স্বীকার করেছেন। তবে মিল্টনের বিরুদ্ধে মানব পাচার সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।“