ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),বরিশাল প্রতিনিধি,সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ : যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত হয়েছেন বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবসা শিক্ষা শাখার শিক্ষক মাইদুল ইসলাম। ষষ্ঠ শ্রেণির ১৩ জন শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
Advertisement
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের রাজনীতিবিদ ও তরুন নেতা তাজুল ইসলাম তাজ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস মার্কায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
মেঘনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা।
গত ৬ মে ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটিও পেয়েছে অভিযোগের সত্যতা।
ছাত্রীরা জানান, ঘটনার দিন ৫ মে। ষষ্ঠ শ্রেণির আইসিটি ক্লাসে শিক্ষক মাইদুল ইসলাম কিছু শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ করেন। পরে তারা বিষয়টি যার যার বাড়ি ফিরে অভিভাবকদের জানায়।
Advertisement
অভিভাবকরা জানান, তারা ঘটনার বিষয়ে জানতে পেরে অভিযোগ করেন প্রধান শিক্ষকের কাছে। দাবি করেন শাস্তির। পরে স্কুল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
সহকারী প্রধান শিক্ষক ও তদন্ত কমিটির সদস্য নাজমা বেগম জানান, এ ঘটনার সত্যতা মিলেছে।
Advertisement
সহকারী শিক্ষক ও তদন্ত কমিটির সদস্য শেখ জেবুন্নেছা জানান, স্যার শিক্ষার্থীদের বিভিন্নভাবে বাজে স্পর্শ করতেন বলেও আমরা তদন্তকালীন সময়ে জানতে পেরেছি।
তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক মাইদুল ইসলাম।
তিনি বলেন, আমি তদন্ত করে দেখতে বলেছি। আমি এমন কিছু করিনি।
গত ৯ মে স্কুলের সভায় অভিযুক্ত শিক্ষককে পুরোপুরি বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে আরও আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
Advertisement
প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামান বলেন, কার্যকরী কমিটির মিটিংয়ে শিক্ষককে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফয়সাল জানান, তারা আইনি ব্যবস্থা নেবেন।
Advertisement
চুক্তি ভিত্তিক এই শিক্ষক এর আগেও স্কুলে কোচিং করানোর সময় ছাত্রীদের হয়রানির অভিযোগে শাস্তি পেয়েছিলেন।