হারিয়ে যাওয়ার ৪ বছর পর মিল্টন সমাদ্দারের আশ্রমে সন্তানের খোঁজে পেল বাবা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১  : চার বছর আগে ময়মনসিংহ থেকে হারিয়ে যায় এক শিশু। অবশেষে তার সন্ধান মিললো মিল্টন সমাদ্দারের আশ্রমে। এক ভিডিও দেখে সন্তানকে ফিরে পেতে ঢাকার সিএমএম আদালতে আবেদন করেছেন ওই শিশু তাইবার বাবা। শিশুটির ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।

Advertisement

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের রাজনীতিবিদ ও তরুন নেতা তাজুল ইসলাম তাজ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস মার্কায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

মেঘনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা।

সময়ের আলোচিত সমালোচিত এক চরিত্রের নাম মিল্টন সমাদ্দার। মাস খানেক আগেও যিনি মুখোশ পরে ছিলেন একজন সমাজ সংস্কারকের। মাস পেরোতেই প্রতারণা, মানবপাচারসহ একাধিক মামলায় তার ঠিকানা এখন কারাগারে। এবার ভিন্ন এক গল্পে আলোচনায় মিল্টনের আশ্রম।

Advertisement

ময়মনসিংহের তোফাজ্জল হোসেন। বছর চারেক আগে হারিয়ে যায় একমাত্র সন্তান তাইবা। বহুদিন খুঁজেও মিলছিল না ছোট্ট তাইবার সন্ধান। হঠাৎ একদিন প্রতিবেশীর মাধ্যমে তোফাজ্জল জানতে পারেন ফেসবুকে ভাইরাল তাইবার ভিডিও। তাও মিল্টন সমাদ্দারের আশ্রমে। সন্তানের খোঁজে এসে মিল্টনের হাতে মার খেয়ে ফিরতে হয় ময়মনসিংহে। মিল্টনের সাম্রাজ্যের পতনের খবরে সন্তান ফেরত পেতে এবার আইনের আশ্রয় নেন তোফাজ্জল।

মিল্টনের আশ্রমে থাকা তাইবার বাবা তোফাজ্জল হোসেন বলেন, তারা আমার বাচ্চা আমাকে দিতেছে না। আমি আমার বাচ্চা ফেরত চাই।

রোববার (১২ মে) ঢাকার সিএমএম আদালত আদেশ দেন ২১ মে তাইবাকে হাজির করতে হবে। শুধু তাই নয়, তাইবার বাবার পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্টেরও নির্দেশ দেন আদালত।

Advertisement

তাইবার বাবার আইনজীবী সাজেদুল ইসলাম রুবেল বলেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এসেছে। এখন তার সেন্টারেই বাচ্চা আছে। কিন্তু সেখানে বাচ্চা থাকলে তার জীবনের রিস্ক থেকে যায়। এর পরিপ্রেক্ষিতে বাচ্চার বাবার হেফাজতে বাচ্চাটিকে দেয়ার জন্য আদালতে একটি পেয়ার করি। পরে আদালত বাচ্চার উপস্থিতে ২১ মে হেয়ারিংয়ের জন্য আদেশ দেন।

Advertisement

শিশু তাইবার সঙ্গে তোফাজ্জলের ডিএনএ যদি মিলে যায় তাহলে সেই হবে প্রথম শিশু যাকে হারিয়ে ফেলার পর খোঁজ মিললো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে।