ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),ঢাকা প্রতিনিধি, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে এক জায়গায় বউ আরেক জায়গায় ছেলেকে দেয়া ঠিক না। উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত করতেই নির্দেশ দেয়া হয়েছিল যাতে পরিবারের কেউ না দাঁড়ায়।
Advertisement
বৃহস্পতিবার (০২ মে) থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
Advertisement
তারা আসে না, তাদের জন সমর্থন ও সক্ষমতা নেই বলে৷ অন্য অনেক দেশে নির্বাচন হচ্ছে, সেখানে পর্যবেক্ষক পাঠাবে বাংলাদেশ৷ দেখবো সেখানে কেমন ভোট হয়৷ নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা আরও গণমুখী করতে চাই৷ প্রভাবমুক্ত নির্বাচন করার জন্যই উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনরা যেন না দাঁড়ান, সেই জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে দলে৷ মানুষ যাকে চাইবে, তিনিই নির্বাচিত হবেন৷
পণ্যের দাম বাড়ার বিষয়টি সরকারের নজরে আছে৷ কিছু আছে চক্রান্ত, কিছু আছে অধিক মুনাফার লোভ৷ নির্দিষ্ট বেতনে চলা মানুষ কষ্টে আছে এটা ঠিক৷ তবে পণ্যের দাম একটু বাড়লেই, অনেক বড় করে গণমাধ্যমে প্রচার করা হয়, এটা ঠিক না৷ কেননা, কমবেশি বিশ্বের সব দেশেই এখন মুদ্রাস্ফীতি চলছে৷
প্রধানমন্ত্রী বলেন, দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। বৈশাখ মাসে দেশে গরম পড়া নতুন কিছু নয়৷ তবে সবাইকে সাবধান হতে অনুরোধ করছি৷ কেননা, হিটস্ট্রোক বাড়ছে৷ প্রকৃতির সঙ্গে তো কিছু বলার নেই৷ দেশে বন্যা হতে পারে৷ সেসব মোকাবিলায় আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে৷
Advertisement
১৫ বছর আগে দেশের অবস্থাটা কী ছিলো, এখন কী কোনো পরিবর্তনই হয়নি? দেশবিরোধী অনেকেই অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছে৷ তারা মানুষকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে৷ বাম দলগুলো এখন নব্বই ডিগ্রি ঘুরে গেছে৷ তারা তো গণমুখী দল৷ তারা আওয়ামী লীগকে উৎখাৎ করলে, কারা আসবে ক্ষমতায়? সেটা কী ভেবেছে, সেটা তো বলে না৷ তাই জনগণের সমর্থনও তারা পায় না৷
দেশে অতিবাম এবং অতিডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও দেশের জনগণের সাড়া পাচ্ছেন তারা। নির্বাচন নিয়ে অনেক কিছু হয়েছে, যাতে নির্বাচনটা না হয়। আমার শক্তি দেশের জনগণ। জনগণ যতক্ষণ চাইবে, ততক্ষণই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ৷ মানুষের কল্যাণে কাজ করি আমরা, এটা প্রমাণিত সত্য। যতো বাধাই আসুক, তা অতিক্রম করা সম্ভব হচ্ছে শুধুমাত্র জনগণের আস্থা-সমর্থনের কারণে৷ আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। যাদের নির্বাচন করার সক্ষমতা নেই, তারা ভোট বর্জন করে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।
এ সময় বিএনপির আন্দোলনের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, মডার্ন বাস কিনলে, বিএনপি আন্দোলনের নামে সেগুলো পুড়িয়ে দেয়৷