মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(ভিডি),সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে, রোববার, ০৭ এপ্রিল ২০২৪, ২৪ চৈত্র ১৪৩০ : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার মেঘনা উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা, অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও সংশোধিত বিধিমালা অবহিতকরণ সংক্রান্ত বিষয়ে উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ এপ্রিল,২৪) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মমিন মিয়ার বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মুনীর হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন।

Advertisement

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, আব্দুস সালাম, মোহাম্মদ নাসির উদ্দীন শিশির, তাজুল ইসলাম তাজ, মো. রমিজ উদ্দিন লন্ডনী। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে ছিলেন- মো. মিলন সরকার, মো. রবিন নিয়া, মো. মহোসিন সোহাগ, দিলারা শিরিন, নাসরিন সুলতানা ও গাজী মুক্তা জাহান।

Advertisement

প্রধান অতিথি মো. মুনীর হোসাইন খান সাগত বক্তব্যে প্রার্থীদের আচরনবিধি মেনে চলার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।