দুশ্চিন্তার মেঘ বমপাড়ায় (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(ভিডি),থানচি প্রতিনিধি, শনিবার, ০৬ এপ্রিল ২০২৪, ২৩ চৈত্র ১৪৩০ : দুশ্চিন্তার মেঘ সামান্য হলেও কেটেছে থানচির পাহাড়ে। মঙ্গল থেকে বৃহস্পতিবার টানা তিন দিন রুমা ও থানচির ব্যাংক এবং থানচি থানা এলাকায় হামলার পর শুক্রবার আর নতুন কোনো ঘটনা দেখেনি থানচিবাসী।

Advertisement

শনিবার থানচি বাজারে সকাল থেকে পুলিশের টহল দেখে অবশেষে দোকান খুলেছেন বেশিরভাগ ব্যবসায়ী। তবে আতঙ্ক এখনও কাটেনি সাধারণ মানুষের।

এদিকে যৌথ বাহিনীর অভিযান হতে পারে এমন খবরে স্থানীয় বমপাড়ার বাসিন্দাদের দাবি,  সাধারণ বমদের যেন কুকি চিনের সদস্য ভেবে হয়রানি না করা হয়।

সরেজমিন থানচিতে সকাল থেকে বাজারজুড়ে পুলিশের টহল দেখা গেছে। অবস্থান ছিল বিজিবিরও। এসব দেখে অনেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকান খোলেন।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে থানচির সোনালী ও কৃষি ব্যাংকে হামলার পর আক্রমণকারীরা বমদের বসতি শাহজাহান পাড়ার পথ ধরে বেরিয়ে যায়। তবে এই পরিস্থিতিতে যৌথ বাহিনী ও কুকি চিন উভয়পক্ষের হয়রানির আশঙ্কা আছে সাধারণ বমদের মনে।

Advertisement

এদিকে একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে সবার নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, বান্দরবানে তিনটি ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, শান্তিপ্রিয় মানুষগুলো এই এলাকায় থাকে। এখানে এ রকম কোনো ঘটনা হবে, আমরা চিন্তা করিনি। হঠাৎ করে কেন ঘটলো, তদন্ত করা হচ্ছে।

এসময় শনিবার থেকেই সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করা কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ব্যাংকের টাকা লুট ও হামলার বিষয়ে কারও কোনো গাফিলতি আছে কি না, তা সরকার খতিয়ে দেখবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত দুই এপ্রিল রাতে এবং তিন এপ্রিল দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় কেএনএফ।

তারা টাকা, অস্ত্র ও গুলি লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।

রুমায় সোনালী ব্যাংকে হামলা-ডাকাতি এবং ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনাটি মঙ্গলবার রাতে প্রথম ভাগে ঘটে। থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা হয় বুধবার ভরদুপুরে।

এ নিয়ে দুই উপজেলার মানুষের ভয় আর আতঙ্কের মধ্যে বৃহস্পতিবার রাতে ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করে র‌্যাব। তার কিছু পরেই থানচিতে ব্যাপক গোলাগুলি ঘটনা ঘটে।

Advertisement

হামলাগুলোর ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হলেও যৌথ বাহিনীর কোনো সুনির্দিষ্ট অভিযানের তথ্য মেলেনি। মামলাগুলোতে কাউকে গ্রেপ্তারও দেখানো হয়নি।