ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,সোমবার, ২৫ মার্চ ২০২৪ : দামি ব্রান্ডের নাম ও লোগো ব্যবহার করে নকল মোবাইল তৈরি এবং বিক্রির সাথে জড়িত একটি চক্রকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, বিভিন্ন চোরাই ফোনের যন্ত্রাংশ দিয়ে তৈরি এসব নকল মোবাইল ফোন অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রি করতো তারা। কেনার পর দ্রুত নষ্ট হতো এসব ফোন এবং প্রতারণার শিকার হতো ক্রেতা।
Advertisement
রাজধানীর অভিজাত শপিংমল ইস্টার্ন প্লাজায় এসব যন্ত্রাংশ দিয়ে বানানো হচ্ছিলো নকল ফোন। চুরি করা মোবাইল ফোনের বিভিন্ন অংশ জুড়ে ভিভো, অপ্পো, আইফোন, রিয়েলমি, নকিয়াসহ বিভিন্ন ব্যান্ডের ফোন তৈরি করা হতো এখানে। শুধু তাই নয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আমদানি করে এনেও বানানো হয় নকল মোবাইল। ডিবির-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ নকল মোবাইল ফোনসহ ইস্টার্ন প্লাজা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।
Advertisement
সেইসাথে উদ্ধার করা হয়েছে তিন শতাধিক নকল মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মোবাইল তৈরির সরঞ্জাম। ডিবি পুলিশ বলছে এসব সরঞ্জাম দিয়ে ১ হাজারের বেশি মোবাইল বানানো সম্ভব। অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব নকল মোবাইল বিক্রি করা হতো।
ডিবির (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, তারা বিভিন্ন যায়গা থেকে পার্টস আনতো। পাশাপাশি মোবাইল চুরির পরই তারা সেসব ভেঙে ফেলে এবং বিভিন্ন পার্টস আলাদা বিক্রি করে। আবার বাইরে থেকেও আসে। এসব মিলিয়েই তারা মূলত এই কাজটি করতো।
মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, ক্রেতারা একটু কম দামে এসব মোবাইল ফোন কেনার মাধ্যমে প্রতারিত হতো।
Advertisement
ডিবি আরও বলে, প্রায় ৩১৭টি মোবাইল আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি। সেখানে মোবাইলের পার্টস রয়েছে তারা আরও মোবাইল তৈরি করতো। তাদের তৈরি মডেলের মধ্যে ভিভো, অপ্পো, আইফোন, রিয়েলমি, নকিয়াসহ বিভিন্ন ব্রান্ডের নকল মোবাইল তারা তৈরি করছে। যে তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি তারা স্বীকার করেছে, তারা এই কাজ প্রায়ই করে এবং বিভিন্ন যায়গায় কম দামে বাজারজাত করছে।
শুধু ইস্টার্ন প্লাজাই নয় অন্যান্য শপিং মলের বিক্রি হচ্ছে নকল মোবাইল ফোন। সেখানেও অভিযান চলবে বলছে গোয়েন্দা পুলিশ।