একরাতেই কবর থেকে ১৭ কঙ্কাল চুরি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মানিকগঞ্জের শিবালয় প্রতিনিধি,রোববার, ০৩ মার্চ ২০২৪ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল জান্নাতুল বাকী কবরস্থান থেকে ১৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৩ মার্চ) সকালে মৃত ছেলের কবর জিয়ারত করতে গেলে কবর খোঁড়া দেখতে পান এক মা। বিষয়টি জানাজানি হলে আশপাশের মৃত ব্যক্তির স্বজনেরা কবরস্থানে ভিড় করেন।

Advertisement

জনি নামের এক মৃত ব্যক্তির মা জানান, ছেলের মৃত্যুর পর প্রতিদিন সকালে তিনি ছেলের কবর জিয়ারত করার জন্য কবরস্থানে আসেন। রোববার তার ছেলের কবর খোঁড়া অবস্থায় পান। এছাড়াও তার ছেলের কবরে কোনো কঙ্কাল না দেখে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তার কান্নায় শুনে অন্যান্য স্বজনরাও কবরস্থানে ভিড় করেন। এসময় কঙ্কাল রক্ষায় প্রশাসনে হস্তক্ষেপ করেন সবাই। খবর পেয়ে শিবালয় থানা, জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে আসে।

Advertisement


জান্নাতুল বাকী কবরস্থানের সাধারণ সম্পাদক মো. রফিক মিয়া জানান, ১৭টি কবরস্থান থেকে চুরি হয়েছে। তবে ২২টি কবর খোঁড়া অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে ৮টি পুরো খোঁড়া হয়েছে, বাকিগুলো আংশিক খোঁড়া ছিল।

তিনি আরও জানান, ২০০৪ সালে স্থানীয় আখতারুজ্জামান বাবুল নামের এক ব্যক্তি ৩৯ শতাংশ জমি কবরস্থানে দান করে। ২০০৫ সাল থেকে কবরস্থানটিতে মরদেহ কবর দেয়া শুরু করেন স্থানীয়রা। এতে বরংগাইল, বনগ্রাম, সিঙ্গার ডাক, মহাদেবপুর ও কলেজপাড়া থেকে প্রায় ৭ শতাধিক মৃত মানুষকে এখানে কবর দেয়া হয়েছে।

Advertisement

কবরস্থানটির সভাপতি আখতারুজ্জামান বাবুল বলেন, বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে। কবরস্থানে স্বজনদের মরদেহ দাফন করতে এলাকাবাসী আতঙ্কে এবং ভয় রয়েছেন। আমরা কঠোর ব্যবস্থা চাই। কবর থেকে মরদেহ চুরি বা কঙ্কাল চুরি বন্ধ হোক এটা সকলেরই দাবি।

Advertisement


এর আগে ২০২২ সালের ১০ আগস্ট রাতে শিবালয় উপজেলার বড় বোয়ালী গ্রামে কবরস্থান থেকে ছয়টি এবং একই রাতে উপজেলার কাতরাসিন দক্ষিণপাড়া কবরস্থান থেকে একটি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এর আগে ২০২২ সালে ৩০ মার্চ রাতে পাশের ঘিওর উপজেলার ধুলন্ডী গ্রামে ৯টি কঙ্কাল চুরি হয়। এসব ঘটনায় কাউকে আইনের আওতায় আনতে পারিনি পুলিশ।

Advertisement


জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইশতিয়ার মাহবুব জানান, সংঘবদ্ধ একটি চক্র এসব কঙ্কাল চুরি করছে। কঙ্কাল চুরি রক্ষায়, কঠোর ব্যবস্থা নেয়া হবে।