ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ০১ মার্চ ২০২৪ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আরও কয়েকজন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
Advertisement
নতুন এই মন্ত্রীসভায় থাকছেন নওগাঁ-২ আসন থেকে মো. শহীদুজ্জামান, রাজশাহী-৫ আসনের মো. আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের মো. নজরুল ইসলাম চৌধুরী। সংরক্ষিত মহিলা আসন থেকে মন্ত্রী হচ্ছেন বেগম রোকেয়া সুলতানা, বেগম শামসুন নাহার, বেগম ওয়াসিকা আয়শা খান, বেগম নাহিদ ইজাহার খান। জানা গেছে, তাদের সবাইকে শপথের জন্য ডাকা হয়েছে।
Advertisement
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা। বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।
Advertisement
৩৭ সদস্যের এ মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। এর আগে একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার আকার ছিল ৪৯ সদস্যের।