ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ : রাজধানীর আদাবর, মোহাম্মদপুর আর হাজারীবাগ থেকে কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে, নানা অপরাধের সাথে জড়িত কিশোর গ্যাংয়ের সবাইকে ধরতে রাজধানীজুড়ে সাঁড়াশি অভিযান চালাবে র্যাব।
Advertisement
সম্প্রতি কিশোর গ্যাংয়ের হামলায় আহত রঙ মিস্ত্রি আশরাফ জানান, গ্যাংয়ের সদস্যদের নানা অপরাধের প্রতিবাদ করায় তার ওপর হামলা করা হয়। এই হামলায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি।
Advertisement
আশরাফ বলেন, মোহাম্মদপুরের এক প্রভাবশালী কাউন্সিলরের মদদেই কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ এলাকায় নানা অপরাধে জড়িয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-২ এর পরিচালক আনোয়ার হোসেন খান জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
তিনি জানান, মূলত এলাকায় প্রভাব বিস্তার, অন্য গ্রুপের ওপর আধিপত্য, অর্থ উপার্জন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ কাণ্ডই তাদের বেসিক কাজ।
Advertisement
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ৩৯ সদস্যের মধ্যে ‘পাটালি’ গ্রুপের সদস্য পাঁচজন। ‘লেভেল হাই’ গ্রুপের ছয় জন। ‘লও ঠেলা’ গ্রুপের পাঁচ জন। বাকিরা অন্যান্য গ্যাংয়ের সদস্য।
র্যাব সংবাদ সম্মেলনে জানায়, প্রতিটি গ্রুপে সাধারণত ১৮ থেকে ২০ জন সদস্য থাকে। যাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। আর, এসব গ্যাংয়ের সদস্যরা কোন রাজনৈতিক দলের আশ্রয়ে আছে কিনা, তারও সন্ধান চলছে।
গত এক বছরে কিশোর গ্যাংয়ের প্রায় ছয়শ’ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।