সরস্বতী পূজায় নারী পুরোহিত! (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সরস্বতী পূজায় এবার অন্যরকম দৃশ্য চোখে পড়েছে। প্রাচীন যুগ থেকেই পূজা-পার্বণের উৎসব মানেই যেখানে পুরুষ পুরোহিতের আধিপত্য দেখা যায়, সেখানে ব্যতিক্রম কিছু করে দেখাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ। বিভাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত পূজামণ্ডপে পূজাকার্য পরিচালনা করেছেন এক নারী পুরোহিত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সমাদৃতা ভৌমিক।

Advertisement

সমাদৃতা ভৌমিক বলেন, আমাদের সনাতন শাস্ত্রমতে কোথাও বলা নেই যে, নারী পুরোহিত পৌরোহিত্য করতে পারবেন না। তবে সমাজের সম্মানীয় কাজগুলো এখনও পুরুষদের দখলে। এ কারণে নারী পুরোহিতদের কটু দৃষ্টিতে দেখা হয়। তবে আমার বিভাগের শিক্ষকদের অনুপ্রেরণা ও উৎসাহে আমি পৌরোহিত্য করতে উদ্বুদ্ধ হয়েছি।

Advertisement

অনুভূতি প্রকাশ করতে গিয়ে সমাদৃতা বলেন, ‘পুরুষ অধিপত্যের বিপক্ষে পৌরোহিত্য করে প্রমাণ করেছি নারীরাও পারে।’

Advertisement

 

মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে প্রতি বছর দেবী সরস্বতীর পূজা করা হয়। সরস্বতী পূজা উপলক্ষে প্রতিবারের মতো এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পূজা পালন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার ৩৩টি বিভাগ, ২টি ইনস্টিটিউট ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলসহ মোট ৩৬টি মণ্ডপে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

Advertisement

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘আমাদের ক্যাম্পাসে এবারই প্রথম নারী পুরোহিত কোনো পূজা সম্পন্ন করলো। আমরা তাকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছি। নারী পুরোহিতদের আমরা স্বাগত জানাই।’