মাথায় হেলমেট পরা মরদেহ দুটি কাদের?

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কক্সবাজার প্রতিনিধি,রোববার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ : কক্সবাজারের উখিয়াযর বালুখালী এবং বান্দরবানের ঘুমধুম খালে মাথায় হেলমেট, হাতে গ্লাভস ও পায়ে বুট জুতা পরা দুটি মরদেহ ভেসে এসেছে। তবে, মরদেহ দুটির পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। মরদেহ দুটি মিয়ানমারের কোনো বাহিনীর হতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।

Advertisement

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়ার বালুখালী কাস্টমস এলাকা থেকে এবং বান্দরবানের ঘুমধুমে মাছের ঘেরে এ মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

Advertisement


কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, উখিয়ার ঝিরি খালে জোয়ারের পানিতে লাশ ভেসে আসতে দেখেন স্থানীয় লোকজন। তারা পুলিশের জরুরি সেবা নম্বরে (৯৯৯) খবর দেন। সেখান থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শনাক্তের চেষ্টা চলছে।

Advertisement


রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, জোয়ারের পানিতে খাল দিয়ে একটি মরদেহ ভেসে আসছে। আর খালের দুপাশে উৎসুক জনতা ভিড় করে। একই সঙ্গে মরদেহটি দেখতে গিয়ে কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী কাস্টমস এলাকায় যানজট লেগে যায়।

স্থানীয় বাসিন্দা রহিম বলেন, মরদেহটির গায়ে মিয়ানমারের সেনাবাহিনীর পোশাক, জুতা ও হেলমেট দেখা গেছে।

Advertisement


আরেক বাসিন্দা ছৈয়দুল করিম বলেন, খালে জোয়ারের পানিতে একটা সেনার মরদেহ ভেসে এসেছে। দেখেছি, পুরো শরীর ফুলে গেছে। প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহটি কয়েক দিন আগের। মরদেহের পরিচয় এখনও শনাক্ত হয়নি। কোথায় থেকে মরদেহটি এসেছে, এটি কার তা শনাক্তে কাজ চলছে। প্রাথমিকভাবে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
এদিকে, বান্দরবানের ঘুমধুমেও মাছের ঘেরে আরও একজনের মরদেহ পড়ে থাকতে দেখেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। মরদেহটির পাশে হেলমেট, জুতা ও পোশাক পড়ে থাকতে দেখা যায়। যার ভিডিও ধারণ করেছেন স্থানীয়রা।

Advertisement


এর আগে শনিবার (১০ ফেব্রুয়ারি) উখিয়ার সীমান্ত এলাকার রহমতের বিল থেকে অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।