সীমান্তের ওপার পুরোটাই আরাকান আর্মিদের দখলে, দাবি বিদ্রোহী গোষ্ঠী নেতার (ভিডিও)

SHARE

 

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ : মিয়ানমার সীমান্তের ওপারে পুরোটাই আরাকান আর্মির দখলে। চ্যানেল 24-কে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন বিদ্রোহী গোষ্ঠীর এক নেতা। পরিচয় প্রকাশ না করার শর্তে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভবিষ্যৎ কী হবে সে প্রসঙ্গেও কথা বলেন তিনি। চ্যানেল 24-এর কাছে ভয়াবহ সেসব সংঘাতের ভিডিও ফুটেজ এসেছে।

Advertisement

সীমান্তের ওপারে রাখাইনজুড়ে গত কয়েকদিনে যে ভয়াবহতা ছিল সেসব হয়তো অনেকের অজানা। তবে তার খানিকটা আঁচ পাওয়া যাবে সাম্প্রতিক কিছু ভিডিওতে। চ্যানেল 24-এর কাছে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, আরাকান আর্মির সঙ্গে যুদ্ধের তীব্রতা বাড়াতে গহীন পাহাড়ে শক্তি বাড়াচ্ছে জান্তা বাহিনী।

ভিডিওতে আরও দেখা যাচ্ছে, হেলিকপ্টারে রসদ পাঠানো হচ্ছে। তবে এরপরও তুমুল সংঘাতে আরাকান আর্মির সঙ্গে না পেরে দলে দলে নিষ্ক্রিয় হয়ে পড়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা।

Advertisement

প্রতিপক্ষের আক্রমণের মুখে টিকতে না পেরে জান্তা বাহিনীর কিছু সদস্য ঢুকে পড়ছে বাংলাদেশে। অস্ত্র উঁচিয়ে আত্মসমর্পণ করছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে। আবার ওপারে কোথাও কোথাও হাত পেছনে বেধে আটক জান্তা বাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে আরাকান আর্মির সদস্যরা।

Advertisement

এ সংঘর্ষে বিজিপির অনেক সদস্যের প্রাণ গেছে। যাদের সারি সারি মরদেহ পড়ে আছে এখানে সেখানে, কোথাও রয়েছে যুদ্ধের নানা চিহ্ন। আকাশে ওড়ছে যুদ্ধের ভয়াবহতার ধোয়া।

Advertisement

কয়েকসপ্তাহ ধরে টানা এই লড়াইয়ের ফল মিয়ানমারের রাখাইনের কিছু এলাকা দখল করে নিয়েছে আরাকান আর্মি। সেই তথ্য জানিয়েছেন সংগঠনটির প্রথম সারির এক নেতা। পরিচয় প্রকাশ না করার শর্তে চ্যানেল 24-এর কাছে তিনি দাবি করেন, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের পুরোটাই এখন তাদের দখলে।

Advertisement

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভবিষ্যৎ কী হবে, সে প্রসঙ্গেও কথা বলেন বিদ্রোহী গোষ্ঠীর এই নেতা। তিনি বলেন, এই লড়াই সবার মুক্তির জন্য। কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়। এছাড়া কোনো প্রতিবেশীর সঙ্গে কোনো ধরনের সংঘাতে না যাওয়ার কথাও বলেন আরকান আর্মির এই নেতা।