বিয়ে করলেই কর দিতে হবে নগর কর্তৃপক্ষকে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪ : এবার বিয়ে করলেই কর দিতে হবে নগর কর্তৃপক্ষকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ ব্যবস্থা চালু করেছে। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বিয়ে ব্যবস্থা শৃঙ্খলার আওতায় আনতে ৭৫টি ওয়ার্ডেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement

ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ বলছে, প্রথম বিয়েতে দিতে হবে ১০০ টাকা। এরপর প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার অনুমতি সাপেক্ষে দ্বিতীয় বিয়েতে পাঁচ হাজার, প্রথম ও দ্বিতীয় স্ত্রী জীবিত থাকা অবস্থায় অনুমতি সাপেক্ষে তৃতীয় বিয়েতে ২০ হাজার এবং একইভাবে চতুর্থ বিয়েতে দিতে হবে ৫০ হাজার টাকা। আর স্ত্রী যদি মানসিক ভারসাম্যহীন বা বন্ধ্যা হয় সেক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য দিতে হবে ২০০ টাকা।

Advertisement

আদর্শ কর তফসিল ২০১৬ অনুযায়ী এ কর আদায় হবে। এক্ষেত্রে কনে পক্ষের কোনো টেনশন নেই। কারণ টাকা গুণতে হবে পাত্র পক্ষকে। আগে থেকেই এমন আইন থাকলেও বাস্তবায়ন হচ্ছে এই প্রথম। ধারাবাহিকভাবে ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে এ ব্যবস্থা চালু হয়েছে। প্রথমে ম্যানুয়ালি টাকা আদায় করা হলেও পরবর্তীতে অনলাইনে পরিশোধের ব্যবস্থা থাকবে।

Advertisement

শুধু তাই নয়, পরবর্তীতে বিয়েতে অতিথি নিয়ন্ত্রণ কর আদায়ের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ।