সিটিটিভিতে বগুড়ায় দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির দৃশ্য, ১০ লাখ টাকা লুট (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বগুড়া প্রতিনিধি,বার,৩০ জানুয়ারি ২০২৪ : শুক্রবার মধ্যরাত। ঘড়ির কাটায় সময় প্রায় পৌনে দুইটা। বগুড়া সদরের পল্লীমঙ্গল এলাকার এনআরবিসি ব্যাংকের উপশাখায় দরজার তালা ভেঙে প্রবেশ করে দুর্বৃত্তরা। মুখে বাধা মাফলার আর হাতে মোবাইলের টর্চ। ঘরের চারদিক ভালো করে দেখে নেয় দুইজন। এরপর নজর দেয় ঘরের দেয়ালে থাকা সিসিটিভি ক্যামেরায়। মাত্র মিনিট পাঁচেকের মধ্যে দুই কক্ষের তিনটি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে চোর চক্রের দুই সদস্য। এরপর সিন্দুকে রাখা গ্রাহকদের আমানতের ৯ লাখ ৭৮ হাজার ৬১৪ টাকা লুট করে তারা

Advertisement

শনিবার ভোর সকালে জরুরি জাতীয় পরিসেবা ৯৯৯ এর মাধ্যমে ঘটনাটি জানার পর থেকেই তদন্তে মাঠে নেমেছে ডিবিসহ জেলা পুলিশের একাধিক দল। চোরচক্রকে ধরতে কাজ করছে সিআইডি ও পিবিআই।

Advertisement


বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘আমরা বেশ কিছু বিষয় পেয়েছি। সেগুলো একত্রিত করে আমরা তদন্তে অগ্রসর হয়েছি। আর্থিক প্রতিষ্ঠানে এমন ঘটনাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। পুলিশের উর্ধতন কর্মকর্তারা নিবিড়ভাবে এই তদন্তে কাজ করছেন।’

Advertisement

ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ১০ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা। ছবি: সময় সংবাদ

তবে দুইজন ছাড়া পরিকল্পনা বা লুট করা অর্থ চোরাচালানে এই চক্রের সঙ্গে আর কোনো সহযোগী জড়িত আছে কি না, তা সনাক্তে কাজ করছে বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, ‘চক্রের কিছু সদস্য অভিযানে সরাসরি কাজ করে। তবে এর বাইরেও পরিকল্পনাকারী থাকে; চুরি করা টাকা সংরক্ষণ বা পাচারেও অনেকে কাজ করে থাকে। এ কারণে এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না সে বিষয়ে আমরা খতিয়ে দেখছি। আশা করছি দ্রুতই জড়িতদের গ্রেফতার করতে পারবো।’


এর আগে, শুক্রবার মধ্যরাতে সদরের পল্লীমঙ্গলে এনআরবিসি শাখার সিন্ধুক ভেঙে চুরির ঘটনা ঘটে। শনিবার রাতে উপশাখার ইনচার্জ রাশেদুল ইসলাম এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন।