ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার,২৮ জানুয়ারি ২০২৪ : স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে গণভবনে বৈঠকে করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠক থেকে আগামী দিনে স্বতন্ত্রদের রাজনৈতিক অবস্থান কী হচ্ছে তা পরিষ্কার হবে।
Advertisement
রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বৈঠকে আসা এমপিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
বৈঠকে আসা এমপি মহিউদ্দিন মহারাজ (পিরোজপুর-২) জানান, আজকের বৈঠক থেকে দলীয় সভাপতি যে সিদ্ধান্ত দেবেন, তাই-ই মেনে নেবেন স্বতন্ত্র এমপিরা।
Advertisement
আলাদা কোনো জোট গঠন হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বতন্ত্রদের আলাদা জোট গঠনের পরিকল্পনা এখন পর্যন্ত নেই৷ তবে, অধিকাংশ স্বতন্ত্র সংসদ সদস্যই আওয়ামী লীগের সঙ্গেই থাকতে চান৷
একই কথা জানান আরেক স্বতন্ত্র এমপি কামারুল আরেফিন (কুষ্টিয়া-২)।
এরআগে, বুধবার (২৪ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছিলেন, রোববার গণভবনে স্বতন্ত্র এমপিদের শুভেচ্ছা গ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Advertisement
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা।