ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ : দুধ, ডিম,মাছ ও মাংসের উৎপাদন খরচ কমাতে এবার বিশেষ নজর দেবে সরকার। এছাড়া সামুদ্রিক মাছ ও প্রক্রিয়াজাত মুরগির মাংসের রপ্তানি বাজারেও নিজেদের অবস্থান নিশ্চিত করতে চায় বাংলাদেশ। চ্যানেল টোয়েন্টিফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব পরিকল্পনার কথা জানান নবনিযুক্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
Advertisement
ডিমে স্বাবলম্বী হলেও ভোক্তার সুস্বাস্থের জন্য অত্যাবশ্যকীয় এই খাদ্য নিয়ে বাজারে প্রায়ই চলে তুলকালাম। মুরগিতে কিছুটা স্বস্তি থাকলেও একবেলা গো-মাংসের স্বাদ যেন সাধারণ ভোক্তার কাছে দিবাস্বপ্ন। কেননা ২০১৪ সালের ৩০০ টাকার মাংস দশক না ঘুরতেই হয়েছে প্রায় ৯০০ টাকা।
বিশ্লেষণ বলছে, ডিম-মাংসের এই অস্বাভাবিক দামের জন্য দায়ী প্রাণির খাদ্যের দামের গাণিতিক বৃদ্ধি, যা কমানোর কৌশল হাতে নেবেন বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন, আমরা ডিম, মাছ, মাংসের মূল্য নিয়ন্ত্রণে কাজ করবো। সেই সঙ্গে উৎপাদন খরচ কমানোর চেষ্টা করবো।
Advertisement
মন্ত্রী জানান, সস্তায় দেশের চাহিদা মিটিয়ে মৎস্য ও প্রাণিজ সম্পদ খাতের প্রক্রিয়াজাত পণ্যগুলোকে নিতে চান আন্তর্জাতিক বাজারে। আব্দুর রহমান বলেন, বিশ্ববাজারেও আমরা পণ্য রপ্তানি করতে চাই। এতে আমাদের আয় বৃদ্ধি পাবে। বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি উৎস তৈরি হবে।
আব্দুর রহমান বলেন, দেশের সুনীল অর্থনীতির যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাও কাজে লাগাতে চায় সরকার। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে বসবো।
Advertisement
কীভাবে উৎপাদন বাড়ানো যায়, সেটা নিয়ে তাদের পরামর্শ নেবো। পরে সেই অনুযায়ী কাজ শুরু করবো।
তিনি জানান, আসন্ন রমজানকে কেন্দ্র করে সারাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভর্তুকি মূল্যে দুধ, ডিম, মাছ ও মাংস সরবরাহ করা হবে। সারা বছর যাতে এই জনগোষ্ঠীকে এর আওতায় আনা যায়, সেই চেষ্টা থাকবে। এজন্য আমরা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবার সঙ্গে বসবো। তাদের সঙ্গে আলোচনা করবো। এরপর সক্ষমতা অনুযায়ী কাজ শুরু করবো।
Advertisement
সরকারের এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে উৎপাদক- ভোক্তা লাভবান হবেন। পাশাপাশি দেশে ঢুকবে বৈদেশিক মুদ্রাও।