ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মানিকগঞ্জ প্রতিনিধি,শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪ : মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি ‘রজনীগন্ধা’ পানির নিচে উল্টো হয়ে ডুবে আছে। সে কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।
Advertisement
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহ জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
(বিআইডব্লিউটিএ) নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহ জাহান বলেন, ‘পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটের কাছে নয়টি যানবাহন নিয়ে ‘রজনীগন্ধা’ নামের ফেরিটি ডুবে যায়।
Advertisement
পানির নিচে ফেরিটি উল্টো হয়ে ডুবে আছে। ফেরির ভিতর পলি ও বালু জমে ওজন বেড়েছে। উল্টো হয়ে ডুবে থাকায় ফেরি থেকে বাকি যানবাহনগুলোও উদ্ধার সম্ভব হয়নি। ফেরিটিকে ভাসানোর চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ফেরি উদ্ধারে কয়েকটি উদ্ধারকারী জাহাজ কাজ করছে। ফেরিটি ভাসানো হলে ওজন কিছুটা কমবে। তখন প্রক্রিয়াধীন কাজগুলো করে যানবাহনগুলো বের করা সম্ভব হবে।’
Advertisement
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘গত দুই দিনে তিনটি ট্রাক উদ্ধার করা হয়েছে। ট্রাকগুলো ফেরি থেকে দূরে থাকায় সেগুলো উদ্ধার করা গেছে। ফেরি উল্টে থাকায় বাকি যানবাহন ভেতরে আটকে আছে। দ্রুত যানবাহন ও ফেরি উদ্ধারের চেষ্টা চলছে।’