মেঘনায় সকল প্রকার চাঁদাবাজি বন্ধ: অধ্যক্ষ আব্দুল মজিদ এমপি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে,শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪ : কুমিল্লা মেঘনা উপজেলায় কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য, দেশবরেণ্য শিক্ষাবিদ, পপি লাইব্রেরীর সত্ত্বাধিকারী ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মজিদকে গণ- সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Advertisement

শুক্রবার (১৯ জানুয়ারী,২০২৪) দুপুর ২ ঘটিকায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেঘনা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে মেঘনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেঘনার রুপকার মো. শফিকুল আলম এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত শুরু করে ফুলেল শুভেচছা জানিয়ে সংবর্ধিত করেন উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, থানা পুলিশ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার সর্বোস্তরের জনগণ।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা মজিদ, সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গাফফার হাউদ, হোমনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল, সাবেক যুগ্ম সচিব আলী আহমেদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ প্রমুখ।

Advertisement

প্রধান অতিথি বক্তব্যকালে বলেন, আমাকে আপনারা যে সম্মান দিয়েছেন সত্যিই আমি আনন্দিত ও গর্বিত। আমি একটা বিষয় পরিস্কার করে বলতে চাই, আগামী ৩১ জানুয়ারির পর থেকে মেঘনা উপজেলায় কোন প্রকার চাঁদাবাজী চলবেনা। খুব শিগগিরই আমরা এ বিষয়ে প্রশাসনের সাথে বসবো।

উক্ত অনুষ্ঠানে হাজার হাজার লোক উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।