এম এ জি ওসমানীর লুকে ধরা দিলেন অমিত হাসান (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি ,মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪ : বর্তমানে বাংলাদেশি চলচ্চিত্রের মন্দাভাব অনেকটাই কেটে গেছে। ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা দেখতে হলমুখী হচ্ছেন দর্শকরা। আর তারকারাও ভিন্নমাত্রার চরিত্রে নিজেদেরকে মেলে ধরেছেন পর্দায়। এবার নতুন সিনেমা ‘অপারেশন জ্যাকপট’এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা অমিত হাসানকে। স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর চরিত্রে দেখা যাবে এই নায়ককে। ইতোমধ্যে শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি।

Advertisement

এফডিসিতে শুরু হয়েছে ‘অপারেশন জ্যাকপট’র শুটিং। পর্যায়ক্রমে ছবিতে থাকা অভিনেতারা শুটিংয়ে অংশ নিচ্ছেন। সম্প্রতি অমিত হাসানও অংশ নিয়েছেন। এম এ জি ওসমানীরর লুকের বেশ কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

Advertisement

অমিত হাসান বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো গুরুত্বপূর্ণ একটি সিনেমা অংশ হতে যাচ্ছি। এটা হবে আমার জন্য চ্যালেঞ্জিং কারণ যার চরিত্রটি করবো তিনি এদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। খুবই বড় চরিত্র, তাকে আত্মস্থ করতে হচ্ছে।

 

এম এ জি ওসমানীর লুকে ধরা দিলেন অমিত হাসান

 

প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশনের নাম অপারেশন জ্যাকপট। গৌরবময় এই অপারেশন নিয়ে দীর্ঘদিন নাটকীয়তার পর অবশেষে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। আর এটি নির্মাণ করছেন ‘পাগলু’ খ্যাত ভারতীয় পরিচালক রাজীব কুমার বিশ্বাস ও বাংলাদেশের নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

Advertisement

‘অপারেশন জ্যাকপট’-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল। এ ছাড়া আরও রয়েছেন, রিয়াজ আহমেদ, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, নিরব হোসেন, মামনুন হাসান ইমন, আব্দুন নূর সজল, জিয়াউল রোশান ও জয় চৌধুরী।

 

এম এ জি ওসমানীর লুকে ধরা দিলেন অমিত হাসান

 

জানা গেছে, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটির শুটিং হবে ৭০ দিন। ফেব্রুয়ারিতেই শুটিং শেষ করতে চান নির্মাতা। সব ঠিক থাকলে আগামী বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দিতে চান।