ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সিরাজগঞ্জ-৫ প্রতিনিধি ,রোববার, ০৭ জানুয়ারি ২০২৪ : সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন সুলতান মোল্লা নামের ৯০ বছর বয়সী এক বৃদ্ধ। ভোট দেওয়া শেষে তার প্রতিক্রিয়া হিসেবে বলেন, ‘বয়স তো আর কম হলো না, আর ক’দিন বাঁচবো। এবার দিয়া ১০ বার সরকারি ভোট দিলাম। মনে হয় জীবনের শেষ ভোট দিলাম আজ।’
রোববার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় তামাই বহুমুখী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সুলতান মোল্লা অন্যের সহযোগিতায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন।
তিনি জাগো নিউজকে জানান, জীবনের এ শেষ সময়ে নিজের ভোটটি পছন্দের প্রার্থীকে দিতে পেরে খুব ভালো লাগছে। ভোটকেন্দ্রে কষ্ট করে এলেও ভোট দেওয়া শেষে আর কষ্ট লাগছে না।
প্রবীণ এ ভোটারকে ভোটকেন্দ্রে নিয়ে আসা আলী আকবর জাগো নিউজকে বলেন, ‘কষ্ট করে চাচা ভোট কেন্দ্রের দিকে ভোট দিতে আসছিলেন। পরে আমি তাকে কেন্দ্রে নিয়ে এসেছি। সে নিজের ভোট দিয়ে খুবই খুশি।
সুলতান মোল্লা জাগো নিউজকে বলেন, ‘অন্যের সহযোগিতায় ভোটকেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। নিজের ভোট নিজে দিতে পারা অনেক আনন্দের। তবে যাকে ভোট দিয়েছি তার নাম বলবো না। আশা করি, তিনি এবার এমপি হবেন।’
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ইমরুল কায়েস জাগো নিউজকে বলেন, ‘এ কেন্দ্রের মোট ভোটার আছেন ৪ হাজার ৮৪৯ জন। এর মধ্যে নারী ২ হাজার ৫৪৭ জন। এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হবে।’ তবে এ ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে।
আসনটিতে নৌকা প্রতীকে আব্দুল মমিন মন্ডল, স্বতন্ত্র ঈগল প্রতীকে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্বতন্ত্র কাঁচি প্রতীকে আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির ফজলুল হক ও কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাড. নাজমুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের মোট ৩ লাখ ৯৮ হাজার ৬৬১ জন ভোটার ১২৪ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।