ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি ,রোববার, ০৭ জানুয়ারি ২০২৪ : এবার মহাসড়কে নাশকতার নতুন কৌশল নেয়া হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হচ্ছে স্টিলের টুকরো। তারকার মতো ত্রিকোণ আকৃতির ধারালো এসব লোহার পাত যানবাহন চলাচল করলেই ঢুকে পড়ছে চাকায়। এতে ফেটে যাচ্ছে চাকা।
Advertisement
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে মহাসড়কের হাদিফকিরহাট, নয়দুয়ার, নিজামপুর, বিশ্বরোড ও মীরসরাই পৌরসভা এলাকায় এসব স্টিলের টুকরো ফেলে রাখা হয়। একে একে বিকল হয়ে পড়তে থাকে নানা ধরনের যানবাহন।
এদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও সীতাকুণ্ডে প্রায় ৮০টির মতো যানবাহন বিকল হয়ে পড়ার খবর পাওয়া যায়।
মহাসড়কে নাশকতা চালানোর উদ্দেশ্যেই এসব ফেলে রাখা হয় ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, মহাসড়কের মিরসরাই অংশের ২৯ কিলোমিটার এলাকায় এমন লোহার পাত ছড়ানো ছিল। এতে ওই এলাকার অর্ধশত যানবাহন বিকল হয়ে পড়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করেছে পুলিশ।
Advertisement
জানা গেছে, মহাসড়কের সীতাকুণ্ড ও ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে লোহার পাতে ৩০টি যানবাহনের চাকা ফেটে গেছে। খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ অন্তত ৫০০টি ত্রিকোণ আকৃতির টুকরা উদ্ধার করেছে। সেগুলোতে গাড়ির চাকা পাংচার হলে নাশকতা চালানোর লক্ষ্য ছিল দুর্বৃত্তদের।
শনিবার (৬ জানুয়ারি) ভোরে এভাবে ত্রিকোণ আকৃতি লোহার পাতে একটি পিকআপের চাকা পাংচার হলে সেটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা।
স্থানীয় গাড়ি মেকানিক রিপন মিয়া বলেন, দেখতে তারকার মতো অভিনব এক ধরনের ধাতব বস্তু এটি। এটি স্টিলের তৈরি। মহাসড়কের বিভিন্ন অংশে ফেলে গেছে দুর্বৃত্তরা। মহাসড়কে চলাচলরত গাড়িগুলোর চাকা পাংচার হচ্ছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার গণমাধ্যমকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা স্টিলের ধারালো যন্ত্র ছড়িয়ে রেখেছে। এতে বেশ কয়েকটি গাড়ির চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। মহাসড়কে পুলিশের টহল বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
Advertisement
এ ঘটনায় সন্দেহভাজন এক ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে।