বিএনপির পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী জেনে গেছে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪ : নির্বাচনকে ঘিরে বিএনপির নাশকতার পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী জেনে গেছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ে এমনটা দাবি করেন তিনি।

Advertisement

আইজিপি বলেন, আমরা তাদের যত পরিকল্পনা, সে পরিকল্পনার তথ্য পেয়ে গেছি। তবে এরকম কোনোকিছু করার সুযোগ তারা পাবে না। আর দেশবাসী দলে দলে সকল কেন্দ্রে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এ অংশগ্রহণের মাধ্যমে দেখা যাবে যে, হরতাল পালনকারীদের আর খুব একটা পাওয়া যাবে না।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘তারা একটা পরিকল্পনা করেছে। তবে আমরা আশা করি, এই দেশের সম্মানিত নাগরিকদের আশ্বস্ত করতে চাই যে, এই ধরনের কোনো কার্যক্রম তারা করতে পারবে না। চোরাগোপ্তা দু’একটা জায়গায় হঠাৎ করে করতে পারে, নাশকতা সৃষ্টির বিভিন্ন প্রচেষ্টা হয়েছে। কিন্তু তারা কোথাও সফলভাবে কোনো কার্যক্রম করতে পারে নাই। চোরাগোপ্তা দু’একটা জায়গায় করেছে, বড় ধরনের কোনো কার্যক্রম করতে পারে নাই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগেও বিভিন্ন কর্মসূচি দেয়া হয়েছে। এই দেশের মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে। দেশবাসী দলে দলে সকল কেন্দ্রে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এ অংশগ্রহণের মাধ্যমে দেখা যাবে যে, হরতাল পালনকারীদের আর খুব একটা পাওয়া যাবে বলে আমার মনে হয় না।’

Advertisement

আইজিপি বলেন, ‘আমরা আমাদের প্রস্তুতি রেখেছি। তাদের শীর্ষ নেতারা ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছে এবং আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম, আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছি। কৌশলগত কারণে সবকিছু এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না, তবে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।’

পুলিশের এ মহাপরিদর্শক বলেন, ‘আমি দেশের নাগরিকদের আশ্বস্ত করতে চাই যে, এই দেশের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এবং প্রশাসন সবাই মিলে সাফল্যমণ্ডিত নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে কেউ যদি কোনো সুযোগ নেয়, তাহলে কঠোরভাবে তাদের দমন করে আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, পুলিশ বাহিনী সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। প্রতিটি সদস্যকে আমরা ব্রিফ করেছি তাদের দায়িত্ব সম্পর্কে। আমরা সবার সহায়তায় প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা সারাদেশে ৪২ হাজার ২৫টি ভোটকেন্দ্রে নিরাপত্তা দেবো।

Advertisement

সাইবার ওয়াল্ডে পুলিশের বিভিন্ন ইউনিট রয়েছে। নির্বাচনকে ঘিরে সাইবার ওয়াল্ডেও পেট্রোলিং বজায় থাকবে বলেও জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।