ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা ও প্রহসনের উল্লেখ করে নির্বাচনের তফসিল বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
Advertisement
বৃহস্পতিাবর (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।\
Advertisement
তিনি বলেন, বিদ্যমান জাতীয় সংসদ ও নির্বাচন কমিশন ভেঙে দিয়ে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে। বিরোধী দলের কারাবন্দি সকল নেতাকর্মীকে মুক্তি দিতে হবে।
Advertisement
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, পাতানো এ নির্বাচনে সারাদেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর আক্রমণ, গুলিবর্ষণ, হুমকি-ধামকি, প্রচারণায় বাধা, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ও গাড়িবহরে অগ্নিসংযোগসহ সহিংসতা ও সংঘর্ষের শত শত ঘটনা ঘটাচ্ছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। কিন্তু এসবে নিরব ভূমিকা পালন করছে প্রশাসন।