ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ : রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার ছাদে ফানুস উড়ানোর সময় তিনজন দগ্ধ হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. সিয়াম (১৬) ও তার দুই চাচা মো. রাকিব হোসেন (১৮) এবং মো. রায়হান (১৬)। দগ্ধ অবস্থায় রাত সোয়া ১টার দিকে তাদের তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক ও সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।
Advertisement
দগ্ধ সিয়ামের বাবা স্বপন বেপারী বলেন, নতুন বছর উদযাপন উপলক্ষে বাসার ছাদে ফানুস উড়ানোর সময় আমার ছেলে সিয়াম ও আমার দুই ভাই দগ্ধ হয়েছে।
Advertisement
তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসেছি। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
Advertisement
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কামরাঙ্গীরচরের মুজিবরের ঘাট এলাকার একটি বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে তিনজন দগ্ধ হন। পরে রাত সোয়া ১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।