ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি ,রোববার, ৩১ ডিসেম্বর ২০২৩ : ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে, বাড়ির ছাদে গান-বাজনা কিংবা ডিজে পার্টি ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Advertisement
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ক্যালেন্ডারের শেষ দিন ৩১ ডিসেম্বর।
Advertisement
দেশব্যাপী থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হবে। বড় এ উৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। উৎসবগুলো শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে নগরবাসীর সহযোগিতার কথাও বলেন তিনি।
Advertisement
এদিকে, সভায় সিদ্ধান্ত হয় থার্টি ফার্স্ট নাইটে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে প্রত্যেকটি স্থানে ইউনিফর্ম ও সাদা পোশাকের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। বিভিন্ন স্থানে মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশি করা হবে। অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করার সিদ্ধান্ত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিস্থিতি মোকাবিলার জন্য ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা প্রস্তুত থাকবে। এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য যোগাযোগ নিশ্চিত করা হয়েছে।