বিএনপি ও সমমনাদের কর্মসূচিতে পুলিশের বাধা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ : রাজধানীতে বিএনপি ও আন্দোলনকারী দলের নেতা-কর্মীদের গণসংযোগ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে মতিঝিল, পুরান পল্টনসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে দলগুলোর নেতাকর্মীরা। এ সময় তাদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়। তবে, পুলিশের বাধা উপেক্ষা করেই নগরীতে মিছিল-সমাবেশ ও লিফলেট বিতরণ করেছে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দল।

Advertisement

মতিঝিলে ছিলো বিএনপি ও গণতন্ত্র মঞ্চের গণসংযোগ কর্মসূচি। তবে মতিঝিল থেকে হাটখোলা সড়কের দিকে রওনার হবার আগে পুলিশের বাধার মুখে পড়ে তাদের গণসংযোগ। মিছিলের প্রস্তুতি নেয়ার সময় গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের ব্যানার নিয়ে যায় পুলিশ। শুরু হয় বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি। এরআগে পুরানা পল্টনে জেএসডির নেতাকর্মীদের মিছিলেও ঘটে একই ঘটনা।

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আমরা শান্তিপূর্ণ গণসংযোগের জন্য মিছিল নিয়ে হাটখোলার দিকে যাত্রা শুরু করলে পুলিশ যে মারমুখী অবস্থার সৃষ্টি করলো সেটা আপনারা (সাংবাদিকরা) দেখেছেন। এই হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনীর আচরণ। আমরা পুলিশের এহেন আচরণের তীব্র নিন্দা জানাই।

1

বেলা ১১টার দিকে মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের মোড় থেকে বাংলাদেশ ব্যাংক অভিমুখে জেএসডির মিছিলেও পুলিশ বাধা দেয়। পুলিশ মিছিলকারীদের ব্যানার কেড়ে নেয় এবং কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। এনিয়ে নেতাদের সাথে পুলিশের বাকবিতণ্ডাও হয়।

Advertisement

তবে, পুলিশের বাধা পেরিয়েই মিছিল সমাবেশ করে সাবেক ডাকসু ভিপি নুরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। দুপুরে পুরানা পল্টন মোড়ে গণসংযোগপূর্ব সংক্ষিপ্ত পথসভা করে দলটি। পথসভা শেষে পুরানা পল্টন, দৈনিক বাংলা এলাকায় অসহযোগ আন্দোলনের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

গণসংযোগ কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ করেন লেবার পার্টি,বাম গণতান্ত্রিক জোট, এনপিপি ও জাগপার নেতা-কর্মীরা। এরআগে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে লিফলেট বিতরন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন করেন, নির্বাচনে সত্যিই জনসমর্থন থাকলে কেন্দ্রে ভোটার আনতে ঢাকার কাউন্সিলরদের ডেকে পুলিশের কেন বৈঠক করতে হচ্ছে। জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য ডামি প্রার্থী লাগবে কেন?

3

তিনি আরও বলেন, নির্বাচনে ভোটার আনতে বিভিন্ন রকমের যারা সরকারি অর্থের সুবিধা পান, তাদেরকে হুমকি দেয়া হয় কেন যে ভোটে না এলে তাদের কার্ড বাতিল করা হবে। কেন পুলিশদিয়ে পুলিশ কমিশনার কাউন্সিলরদের ডেকে বলতে হয় যে আপনারা ভোটাদেরকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন?

Advertisement

বিএনপির এই জেষ্ঠ নেতা বলেন, ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেওয়াও গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়৷ যারা ভোট ঠেকাতে আসে তাদের অপতৎপরতা প্রতিহত করার সাংবিধানিক দায়িত্ব প্রতিটি নাগরিক ও জনপ্রতিনিধির।