আদালতে বোমা হামলার মূল পরিকল্পনাকারী ‌‘বোমা মাওলানা” মুকিত গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি ,মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ : ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী বোমা বিশেষজ্ঞ মুকিত ওরফে বোমা মাওলানাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ডিবির একটি সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

ডিবি সূত্রে জানা গেছে, মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী, বোমা বিশেষজ্ঞ মুকিত ওরফে বোমা মাওলানাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বোমা বানানোর উপাদান উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

Advertisement

গত ২০ নভেম্বর বিকেল ৪টার দিকে যুগ্ম মহানগর দায়রা জজ-২ আদালতের সামনে ও মহানগর আদালতের হাজতখানার সামনে এ ককটেল হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। যদিও সেসময় পুরো আদালতের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানোর পরই আদালত প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

Advertisement

ওই সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। মির্জা ফখরুলের জামিন শুনানির পেছানোর পরই এমন ঘটনা ঘটলো। হয়তো রাষ্ট্রপক্ষ কিংবা সরকারকে ভয় দেখাতে এ ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তবে আদালত প্রাঙ্গণে এমন ঘটনা কাম্য নয়। এখানে কেউ হতাহত হতে পারতেন।