তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগকারীরা শনাক্ত, দ্রুতই গ্রেপ্তার: ডিবি প্রধান (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ : তেজগাঁওয়ে ট্রেনে যারা আগুন দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। বৃহস্পতিাবর (২১ ডিসেম্বর) সকালে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি।

Advertisement

এদিকে, চলমান পরিস্থিতি বিবেচনায় মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার থেকে এম আর টি পুলিশের পাশাপাশি ডিএমপির ১৩২ জন সদস্য কাজ করবেন বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।

ডিবি প্রধান জানান, তেজগাঁওয়ে ট্রেন আগুন দিয়ে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় কাজ করছে বিভিন্ন সংস্থা। ইতিমধ্যেই বিমানবন্দর স্টেশন থেকে শুরু করে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Advertisement

ছায়া তদন্তে নেমে মহানগর গোয়েন্দা পুলিশ আরও জানায়, যারা হরতাল ও অবরোধ করছে তারাই কিছু দিন আগে বাসে আগুন দিয়েছে। তারাই এখন ট্রেনে আগুন দিচ্ছে। ট্রেনে আগুনের ঘটনায় অনেকর নাম পেয়েছে ডিবি পুলিশ। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

এদিকে, চলমান পরিস্থিতি বিবেচনায় দুপুরে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন। মেট্রোরেলে সুনির্দিষ্ট নাশকতার তথ্য না থাকলেও চলমান পরিস্থিতি বিবেচনায় মেট্রোরেলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।

Advertisement

যারা বাস এবং ট্রেনে নাশকতা করছে তাদের ধরতে ডিএমপি কাজ করে যাচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।