কক্সবাজারের পাহাড়ে কারখানা, আগ্নেয়াস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কক্সবাজার প্রতিনিধি,বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ : কক্সবাজারের গহীন পাহাড়ে একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার খোঁজ পেয়েছে র‌্যাব। সেখানে অভিযান চালিয়ে ১০ আগ্নেয়াস্ত্র, ২২ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় ওই কারখানা থেকে দুই জনকে আটক করা হয়েছে।

Advertisement

বুধবার সকালে জেলার রামু উপজেলার ঈদগদ ইউনিয়নের তুলাতুলি গ্রামের গহীন পাহাড়ে অস্ত্রের কারখানায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়।

আটকরা হলেন- সাহাব উদ্দিন ও লালমিয়া। তারা অস্ত্র তৈরির কারিগর বলে জানা গেছে।

Advertisement

অভিযান শেষে র‍্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, আগে থেকে আটক অস্ত্র কারবারি জাফর ও মইন উদ্দিনকে নিয়ে কক্সবাজার থেকে দেড় ঘণ্টার পথ পাড়ি দিয়ে ওই অস্ত্র কারখানা শনাক্ত করা হয়। পরে অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়।

তিনি বলেন, আগামী নির্বাচনকে ঘিরে অস্ত্রের চাহিদা বেড়েছে। তাই অস্ত্র ব্যবসায়ীরাও পুরোদমে অস্ত্র তৈরি ব্যস্ত। শুধু তাই নয়, সীমান্তে সংঘর্ষ, রোহিঙ্গা ক্যাম্প, চিংড়ি ঘেরসহ নানা জায়গায় আধিপত্য বিস্তারের জন্য চাহিদা বাড়ায় ঈদগড়সহ কয়েকটি পাহাড়ে অস্ত্র তৈরির হিড়িক পড়েছে। এসব এসব কারখানা শিগগিরই ধ্বংস করা হবে।

তিনি জানান, চলতি বছরে জেলা থেকে ১৩৫টির মতো দেশি-বিদেশ অস্ত্র, ৪৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

Advertisement

এদিকে স্থানীয়দের অভিযোগ, ঈদগড়ের বাসিন্দারা ভালো নেই। প্রতিদিন অপহরণসহ নানা অপরাধে তারা অতিষ্ট। সব অস্ত্রধারীদের ধরলে তারা ভালো থাকবেন।