কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কেরানীগঞ্জ প্রতিনিধি,শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩ : কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি রয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, গত ২৮ অক্টোবর থেকে নাশকতার ঘটনায় সাড়ে ১২ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। শুধু রাজধানীতেই এই সংখ্যা আড়াই হাজার। এ অবস্থায় অ্যাম্বুলেন্সসহ ৯১টি গাড়ি কেনার প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Advertisement

দেশে ১৩টি কেন্দ্রীয় এবং ৫৫টি জেলা কারাগার রয়েছে। যার ধারণ ক্ষমতা প্রায় ৪৩ হাজার। বিপরীতে বর্তমানে কারাবন্দী রয়েছেন ৮৫ হাজারেরও বেশি মানুষ। গোয়েন্দা তথ্য বলছে, গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত হরতাল-অবরোধ ও গাড়ি পোড়ানোসহ নাশকতার মামলায় ১২ হাজার ৬০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানীতেই ২ হাজার ৬২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

কারা কর্তৃপক্ষের তথ্য বলছে, গত ৬ ডিসেম্বর পর্যন্ত কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগারে ১৮ হাজার ৭০০ জন বন্দী ছিল, যা ধারণ ক্ষমতার দ্বিগুণ। এমন অবস্থায় কারাবন্দী ও কর্মচারীদের জন্য চিকিৎসা ও কারা কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিতে অ্যাম্বুলেন্সসহ ৯১টি গাড়ি কেনার প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যাতে খরচ হবে ৩৮ কোটি ৫১ লাখ টাকা। তবে বিষয়টিকে নিয়মিত প্রক্রিয়ার অংশই বলছে কারা কর্তৃপক্ষ।

Advertisement

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক বলেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে আমার অ্যাম্বুলেন্স ক্রয়ের প্রক্রিয়াটি চলমান রয়েছে স্বাভাবিকভাবে। একই কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, অ্যাম্বুলেন্স তো সবসময়ই থাকে। এগুলো নিয়মিত জিনিস।