ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ : সাংগঠনিক পদ পাওয়ার লোভে বাসে আগুন দিয়ে মানুষকে দগ্ধ করেছে ছাত্রদল কর্মীরা। গেল রোববার বাসে আগুন দিয়ে ড্রাইভার ও হেলপারকে দগ্ধ করার ঘটনায় গ্রেফতার চট্টগ্রাম খুলশী থানার তিন ছাত্রদলকর্মী প্রাথমিকভাবে একথা স্বীকার করেছেন। আগুন দিয়ে দগ্ধ করতে পারলে তাকে থানার সহ-সভাপতির পদ দেওয়া হবে বলে থানার ছাত্রদলের সদস্য সচিব নিশ্চয়তা দেন। এছাড়া জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয় বলেও জানান তারা।
Advertisement
সোমবার রাতে নগরীর খুলশী ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার তিনজন হলেন- মো. হৃদয় (২২), মো. নাজির শরীফ (২১) এবং মো. রায়হান (২৪)।
Advertisement
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) সাদিরা খাতুন বলেন, রোববার রাতে অবরোধের সমর্থনে ৭ থেকে ৮ জন একটি মশাল মিছিল নিয়ে নগরীর দামপাড়া দিকে যায়। এসময় কাউন্টারের সামনে যাত্রী নেওয়ার জন্য অপেক্ষমাণ ঢাকাগামী রিলাক্স পরিবহনের একটি বাসে মশাল ছুড়ে আগুন দেয়া হয়। এতে বাসের চালক তারেক ও সহকারী নাজিম উদ্দিন দগ্ধ হন। এ ঘটনা মামলা দায়ের হলে এই তিনজনকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। ওরা তিনজনই খুলশী থানা ছাত্রদলের কর্মী।