ঢাবিতে গেস্টরুমে ছাত্রলীগের নির্যাতনে অচেতন শিক্ষার্থী (ভিডিও)

SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ‘গেস্টরুমে’ ছাত্রলীগের নির্যাতনে এক ছাত্র অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। ওই শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে হলের টিভি কক্ষে এ ঘটনা ঘটে।

Advertisement

 

ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের অনুসারীরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের জড়ো করার পর এ ঘটনা ঘটে। হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক হাসান মিয়া, সাংগঠনিক সম্পাদক রাব্বি আহমেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাবাত আল ইসলাম এই গ্রুপের নেতৃত্ব দেন। তারা আগামীতে হল কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী। এ কারণে দলের প্রভাব সৃষ্টি করতে তারা জুনিয়র শিক্ষার্থীদের টার্গেট করে গেস্টরুম কালচার চর্চা করেন। মাঝেমধ্যেই তাদের হাতে সাধারণ শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হন।

ভুক্তভোগী ওই ছাত্রের নাম আহসান হাবীব। তিনি বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি নড়াইল।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গত কয়েকদিন ধরে ছাত্রলীগের কর্মসূচি না করায় আহসান হাবীবকে গেস্টরুমে ডাকা হয়। অসুস্থ থাকায় তিনি ছুটি চাইলে তাঁকে অকথ্য ভাষায় গালাগালের পর নির্যাতন করা হয়। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

রোববার রাত ১১টার দিকে এক শিক্ষার্থী সমকালকে বলেন, গেস্টরুমে নির্যাতন করলে আহসান হাবীব অজ্ঞান হয়ে যান। তাঁর নিম্ন রক্তচাপের লক্ষণ ছিল। হাসপাতালে ভর্তি করার পর কিছুটা সুস্থ বোধ করেন হাবীব।

ওই শিক্ষার্থী বলেন, হাবীব এমনিতেই অসুস্থ ছিলেন। গেস্টরুমে নির্যাতনের শিকার হয়ে আরও অসুস্থ হয়ে পড়েন।

এ বিষয়ে হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি আহমেদ সমকালকে বলেন, গেস্টরুমে ওই ছাত্র প্রেশার লো হয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন সুস্থ আছে। আমরা বিষয়টি দেখছি।

Advertisement

হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক হাসান বলেন, ছেলেটা (হাবীব) এমনিতেই অসুস্থ ছিল। গেস্টরুমে গিয়ে ছুটি নেওয়ার জন্য যখন সে সামনে আসে তখনই অসুস্থ হয়ে পড়ে। গেস্টরুমে তার সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুল বাছির সমকালকে বলেন, ওই শিক্ষার্থীর চিকিৎসা চলছে। হলের স্বাস্থ্যসেবককে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।