ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২৩ : দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও দলে মূল্যায়ন করা হয়নি। এক সময় মনে হয়েছে রাজনীতিই আর করবো না। যখন বিএনএম থেকে দলের দায়িত্ব নিতে অফার আসে, তখন মনে হয়েছে আরেকবার চেষ্টা করি। কথাগুলো বলছিলেন নতুন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর। বিএনপি ছেড়ে নতুন দলের দায়িত্ব গ্রহণ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তিনি কথা বলেছেন চ্যানেল 24 অনলাইনের সঙ্গে।
Advertisement
শাহ মো. আবু জাফর বলেন, বিএনপিতে যখন আমার মূল্যায়ন করা হচ্ছিল না, তখন এ বিষয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে কথা বলেছি। তাদের জানিয়েছি আমার দীর্ঘ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, সে হিসেবে দলে সম্মানজনক একটা জায়গা দেয়া দরকার। কিন্তু দুঃখজনক যে সেটি হয়নি। যার কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম আর রাজনীতিই করবো না। কিন্তু যখন বিএনএম থেকে অফার পেলাম নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে, তখন আবার উৎসাহিত হলাম এবং বিএনএমের সঙ্গে যুক্ত হলাম।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে যে প্রেসার রয়েছে তাতে ইতোপূর্বে যেসব নির্বাচন হয়েছে সেসব নির্বাচনের মতো অনিয়ম এবার হতে পারবে না। আমি বিএনপি নেতৃবৃন্দকে বলেছিলাম নির্বাচনে আসতে, কিন্তু তারা কথা শুনেনি। বিএনপি নির্বাচনে আসলে অনেক ভালো করতো।
বিএনএম ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকার নিজেই মনে করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুনাম অক্ষুন্ন রাখতে সুষ্ঠু নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ প্রত্যেক আসনে নির্বাচন উন্মুক্ত করে দিয়েছে সুষ্ঠু নির্বাচন করার জন্য। ভোটের মাধ্যমে সবাইকে নির্বাচিত হয়ে আসতে হবে। এটা আওয়ামী লীগ বলে দিয়েছে। এখন দেশে ফেয়ার নির্বাচন হতে বাধ্য। বিএনপি নির্বাচন করলে লাভবান হত।
Advertisement
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে, আপনারা আসেন, নির্বাচন করেন। তাদের সেই আশ্বাসেই আমরা এসেছি। যদি মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে আমাদের যে জনপ্রিয় প্রার্থীরা রয়েছেন, তাদের অনেকেই জয় লাভ করে সংসদে যাবেন।
বিএনএমের প্রার্থীরা সবাই বিএনপির কর্মী কিনা-এমন প্রশ্নের উত্তরে শাহ মো. আবু জাফর বলেন, এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদসহ সব দলের কর্মীরা আছেন।
মানুষ বিএনএমকে কেন ভোট দেবে? উত্তরে শাহ মো. আবু জাফর বলেন, মানুষ আমাদের ভোট দেবে কারণ, আমরা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। জুলুম, অন্যায়, অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমাদের ব্যক্তিগত আচার-আচরণ সব কিছু মিলিয়ে মানুষ আমাদের ভোট দেবে।
শাহ মো. আবু জাফর বলেন, বিএনপির জন্য খারাপ লাগে। তারা নির্বাচন না করে এখন বিপর্যস্ত অবস্থায় পড়েছে। এজন্য খারাপই লাগে। আমি তাদের বলেছিলাম নির্বাচন করার জন্য কিন্তু তারা নির্বাচন করলো না। আমি মনে করি তারা এটা ঠিক করেনি।
Advertisement
শাহ মো. আবু জাফর ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসন থেকে কয়েকবার সাবেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আবু জাফর আওয়ামী লীগের রাজনীতি দিয়ে তার শুরু। তিনি প্রথমে বাকশালে যোগ দেন। পরে ১৯৭৯ সালে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে আট–দলীয় জোটের প্রার্থী হিসেবে এবং ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৩ সালে তিনি জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন। ২০০৫ সালে ফরিদপুর-১ আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।