মধ্যপ্রাচ্যে প্রতারণার শিকার প্রায় ১৩ হাজার বাংলাদেশি (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কক্সবাজার প্রতিনিধি,শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩ : কক্সবাজার সমুদ্র সৈকতের বিস্তীর্ণ জলরাশি পর্যটন প্রেমিদের কাছে এক ভিন্ন রকম অনুভূতি। তাইতো দেশি বিদেশি হাজার হাজার মানুষ ছুটে আসেন এখানে। পর্যটন নগরীর আবাসনের কথা চিন্তা করে সরকারি বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে হোটেল-মোটেল রিসোর্ট। তবে আবাসন ব্যবসার নামে প্রতারণার খবর প্রায়ই শিরোনাম হয় জাতীয় গণমাধ্যমে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্যও।

Advertisement

নির্মাণাধীন শত শত ভবনের ভিড়ে চট্টগ্রাম প্রবাসী রিয়েল এস্টেট নামে ভিন্নরকম এক সাইনবোর্ড চোখে পড়ে। যা কৌতূলহল বাড়িয়ে দেয়। সাধারণ মানুষের দেয়া তথ্য ধরে খুঁজে বের করা হয় চট্টগ্রামে প্রবাসী ক্লাবের অফিস। চট্টগ্রাম নিউ মার্কেটের প্রবেশপথেই দেখা হয়ে যায় মোহাম্মদ আল হেলালের সঙ্গে। যিনি চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোক্তা ও চেয়ারম্যান।

Advertisement

আল হেলালের জন্ম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। দীর্ঘ ২ যুগেরও বেশি সময় প্রবাসে কাটিয়েছেন। সম্প্রতি দেশে ফিরেছেন, এখন প্রবাসীদের কল্যাণে কাজ করেই সময় কাটে তার। কিন্তু প্রবাসীদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ মোহাম্মদ আল হেলালের বিরুদ্ধে। তার হাতেই প্রতারণার শিকার মধ্যপ্রাচ্যের প্রায় ১৩ হাজার বাংলাদেশি প্রবাসী। রেহায় পাননি-পাকিস্তান, ভারত, মিয়ানমার ও সৌদি নাগরিকও।

Advertisement