গাইবান্ধা-২ সদর আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), প্রতিনিধি,বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩  : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গাইবান্ধা-২ সদর আসনে স্বামী-স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধার সহকারী রিটার্নিং অফিসার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা।

Advertisement

এদিন গাইবান্ধা সদর উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা সদর উপজেলার চেয়ারম্যান পদত্যাগকারী এবং নৌকা প্রতীকের মনোনয়ন বঞ্চিত শাহ সারোয়ার কবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। একই সময় তার স্ত্রী মাসুমা আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

Advertisement

ফলে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উৎসুক জনতা ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী (স্বামী) শাহ সারোয়ার কবির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য নির্বাচন উন্মুক্ত করেছেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য অন্য প্রার্থীদেরও নমনীয়তা দেখাতে বলেছেন। আমার এই আসনে আমার স্ত্রীও মনোনয়নপত্র দাখিল করেছেন। আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।

Advertisement

অন্যদিকে, তার স্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী মাসুমা আক্তার বলেন, বিগত ৩০ বছর ধরে স্বামীর পাশাপাশি থেকে রাজনৈতিক নেতাকর্মীদের খুব কাছ থেকে দেখেছি। বর্তমানে অনেক নেতাকর্মী অনেক কিছু থেকে বঞ্চিত, আবার অনেকের অনেক অভিযোগ রয়েছে। সে সমস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে ও সহযোগিতা করতেই আমার এই পদক্ষেপ। কল্পনাও করিনি এই জায়গায় আমাকে আসতে হবে। আল্লাহই ভালো জানেন। সময়ই বলে দেবে সবকিছু। ইনশাআল্লাহ, জয় হবে।