হঠাৎ ডিবিতে কেন শামীম ওসমান?

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ২৯ নভেম্বর ২০২৩  : রাজধানী ঢাকায় এসে মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি কার্যালয় থেকে ঘুরে গেলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। বুধবার দুপুর দেড়টার দিকে তিনি ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

Advertisement

এ সময় ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে শামীম ওসমান দেখা করেন বলে জানা গেছে। সেখান থেকে বের হন ঘণ্টাখানেক পর। তবে কী কারণে তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন, সে সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের কিছু জানাননি।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর শামীম ওসমান দাবি করেন, অপরিচিত নম্বর থেকে কল করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেই বিষয়টি জানাতে তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, শামীম ওসমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যও নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য।

Advertisement

রাজনীতির মাঠের বহু পুরনো খেলোয়াড় শামীম ওসমান। ১৯৯৬ সালে তিনি প্রথম নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য হন। এরপর ২০০১ সালের নির্বাচনে অবশ্য আসনটি ছেড়ে দিতে হয় বিএনপি প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনকে।

২০০৮ সালে নারায়ণগঞ্জ-৪ থেকে আওয়ামী লীগ মনোনয়ন দেয় কিংবদন্তি অভিনেত্রী এবং শামীম ওসমানের বড় ভাই সেলিম ওসমানের স্ত্রী কবরী সারোয়ারকে। তিনি পাসও করেন। ২০১৪ সালের নির্বাচনে আবারও নৌকা আসে শামীম ওসমানের কাছে।

Advertisement

ওই নির্বাচনে বিপুল ভোটে জিতে দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য হন শামীম ওসমান। ফলে ২০১৮ সালেও তৃতীয়বারের মতো তার হাতেই নৌকা তুলে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দিলেন আরও একবার।