সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, দীর্ঘদিনের মামলা যেগুলো পড়ে ছিলো, নির্বাচন সন্নিকটে আসার পরেই সেসব মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার-সাজা দিচ্ছে। তারা হয়তো ভাবছে এদেরকে সাজা দিলেই বোধ হয় আন্দোলন থেমে যাবে। কিন্তু কতজনকে আটকাবেন তারা। ৩০০-৪০০-৫০০, কোটি কোটি মানুষকে সাজা দেয়ার বিধান তো নেই।
মাহবুব উদ্দিন খোকন বলেন, সাজা দিতে হলে কোথায় রাখবে। কারাগারে জায়গা ছিলো ৪৩ হাজার। সেখানে এখন বন্দি সংখ্যা লাখ ছাড়িয়েছে।
Advertisement
যেভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও সাজা দেয়া হচ্ছে তাতে স্কুল কলেজকে গেজেট করে কারাগার বানাতে হবে। এবং সবকিছুই নির্বাচনী ষড়যন্ত্রের একটি অংশ।
তিনি আরও বলেন, জাতীয় সম্পদ আইনশৃঙ্খলা বাহিনীকেও তারা ব্যবহার করছে। বিএনপির নেতাকর্মীরা ফসলের ক্ষেতে-জঙ্গলে ঘুমাচ্ছে। তবু তারা আত্মসমর্পণ করছে না। এই অনৈতিক সরকারের কাছে তারা আত্মসমর্পণ করবে না।
Advertisement
আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত করা কোনো ম্যাটার করে না। এটা তাদের ভোট চুরির নীল নকশা ছাড়া এর কিছুই না। জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।