ট্রাফিক পুলিশের চাঁদা নেওয়ার ভিডিও করায় যুবককে নির্যাতন (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ : রাজধানীর জুরাইন এলাকায় যানবাহন থেকে চাঁদা নেওয়ার ভিডিও করায় শান্ত নামে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। আহত শান্ত বর্তমানে স্থানীয় সাউথ ইস্ট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার হাঁটুর হাড় ফেটে গেছে।

Advertisement

শনিবার সকাল ৭টার দিকে রাজধানী জুরাইন রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে।

আহত শান্ত ঢাকা টাইমসকে জানান, সকালে জুরাইন রেললাইনে পাশে একটি রাইদা পরিবহন আটক করে ট্রাফিক পুলিশ। পরে ড্রাইভারের কাছে চাঁদা দাবি করলে চালক তাকে ৫০০ টাকা দেন। কিন্তু পুলিশ ৫০০ টাকা নিতে রাজি হচ্ছিল না। পরে চালক পুলিশের পা ধরে ক্ষমা চান। এসময় তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ করলে এএসআই নুরুজ্জামান তাকে জুরাইন ট্রাফিক বক্সে তুলে নিয়ে যান। পরে তার কাছ জোর করে মোবাইলের ধারণকৃত ভিডিও মুছে ফেলেন।

এরপর বারী নামে ওপর ট্রাফিক পুলিশ এসে তাকে এলোপাতাড়ি মারধর করেন। আহত অবস্থায় তিনি স্থানীয় সাউথইস্ট ক্লিনিকে ভর্তি হন।

Advertisement

এদিকে খবর পেয়ে ওয়ারী জোনের সহকারী কমিশনার (এসি) নীপা দাস ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পবিত্র বিশ্বাস ঘটনাস্থলে আসেন এবং শান্তর চিকিৎসার খোঁজ খবর নেন।

পরিবহন নেতারা বলছেন, বিএনপির ডাকা হরতাল, অবরোধ উপেক্ষা করে নিজের জীবন বাজি রেখে তারা সড়কে গাড়ি চালান। অথচ পুলিশ তাদের চাঁদা প্রতিনিয়ত নিচ্ছে। এরপর আবার চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বিভিন্ন আইন দেখিয়ে একাধিক মামলার হুমকি দেয়।

Advertisement

এ ব্যাপারে ট্রাফিক বিভাগের ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার নাজের আহমেদ ঢাকা টাইমসকে বলেন, খবর পেয়ে অভিযুক্তদের ক্লোজ করা হয়েছে। সেই সঙ্গে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে।