ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ : ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এ নির্বাচন সামনে রেখেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের টার্গেট করে ফাঁদ পেতেছিল একটি চক্র। তবে শেষ রক্ষা হয়নি। অভিযোগ পেয়ে নোয়াখালী থেকে দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
Advertisement
শুক্রবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
গ্রেফতারকৃতরা হলেন: মোহাম্মদ ইয়াসিন ও সুমাইয়া ইয়াসমিন। তারা সম্পর্কে বাবা-মেয়ে। তবে এ সম্পর্কের বাইরেও তারা একে অপরের প্রতারণার অন্যতম সহযোগী। অভিযুক্তরা পুলিশের কাছে স্বীকার করেছেন।
হারুন অর রশীদ জানান, নম্বর ম্যানেজ করে মনোনয়ন প্রত্যাশীদের কল করতেন ইয়াসিন-সুমাইয়া। একটি বিশেষ অ্যাপের সহায়তায় মোবাইলে ভেসে উঠতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন ব্যক্তির নাম ও ছবি। এরপর কণ্ঠ নকল করে টাকা চাওয়ার পালা।
ডিএমপির ডিবি প্রধান জানান, সবশেষ এক মনোনয়ন প্রত্যাশীর কাছে কল করে চাওয়া হয় ২০ কোটি টাকা। টাকা দেয়ার আগে দেখা করতে বলা হয়। তবে সেই ফাঁদে পা না দিয়ে ভুক্তভোগী অভিযোগ করে গোয়েন্দা পুলিশের কাছে। আর সেই সূত্র ধরেই বাবা ও মেয়েকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। অনেকেই মনোনয়ন ফরম কিনেছেন। আর এটাকে ঘিরে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। অল্প সময়ে ধনী হওয়ার স্বপ্নেই মনোনয়ন প্রত্যাশীদের টার্গেট করেছে চক্রটি।
Advertisement
মনোনয়নপ্রত্যাশীদের নিজ নিজ রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা হয়।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) প্রথম দিনের সভায় রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ আসনে আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করা হয়। টানা তিন দিন চলবে এ বৈঠক। শেষ হবে শনিবার (২৫ নভেম্বর)। সব আসনের মনোনয়ন চূড়ান্ত করে সব প্রার্থীর নাম অনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
Advertisement
তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
২০ কোটি টাকায় আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার ভয়াবহ প্রতারণা করে বাবা মোহাম্মদ ইয়াসিন ও মেয়ে সুমাইয়া ইয়াসমিন। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)