বিএনপি অফিসের পাশে আবারও পুলিশের অবস্থান, আটক ৫

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশে আবারও অবস্থান নিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার সকালে কার্যালয়ের সামনে থেকে ব্যারিকেড অপসারণ এবং পুলিশি পাহারা একটু দূরে সরিয়ে নেওয়া হয়েছিল।

Advertisement

পুলিশের অবস্থান একটু শিথিল হওয়ায় বুধবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মী ‘ঝটিকা অবস্থান’ নিলে তা পণ্ড করে দিয়ে আবারও দুই পাশে পাহারা বসায় পুলিশ।

বেলা ১১টার দিকে হঠাৎ করেই ১০-১২ নেতাকর্মী কার্যালয়ের গেটের ঠিক সামনে সড়কে বসে অবরোধের পক্ষে স্লোগান দিতে থাকে। এরপরপরই ভিক্টোরিয়া হোটেলে কাছে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা কার্যালয়ের কাছাকাছি এসে অবস্থানকারীদের ‍দুই পাশ দিয়ে ঘিরে ফেলে। সেখান থেকে রাজু নামের একজনকে আটক করে পুলিশ। ওই সময় আরও দু’জনকে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। অন্যরা দ্রুত সরে পড়ে। পরে আরও দুজনকে আটক করা হয়েছে।

Advertisement

এরপর পুলিশ সদস্যরা কার্যালয়ের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। তবে কার্যালয়ের পাশের ফুটপাত খুলে দেওয়া হয়েছে। সেখান দিয়ে পথচারীরা চলাচল করছে।

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে পুলিশ শক্ত অবস্থান নেয়। সেদিন থেকেই কার্যালয় রয়েছে তালাবদ্ধ।

Advertisement