তফসিল নিয়ে বুধবার বিকেলে বৈঠকে বসবে ইসি

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নির্বাচন কমিশন প্রতিনিধি,মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আগামীকাল বুধবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি। ঘোষণা করবেন নির্বাচনের তফসিল। ভোট জানুয়ারির প্রথম সপ্তাহে।

এর আগে গতকাল ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হতে পারে।

‘ইসি বলেছে, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন। এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করবো, যোগ করেন ইসি সচিব।’

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী ১০ হাজার ৪১টি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দু’একদিনের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিতে পারে নির্বাচন কমিশন।