রাজধানীতে বাসে ছদ্মবেশে থাকবে গোয়েন্দা সদস্যরা (ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা,রোববার,১২ নভেম্বর ২০২৩ : বিএনপি-জামায়াতের অবরোধ শুরুর আগে ও চলার সময় চোরাগোপ্তা হামলাকারীদের ধরতে রাজধানীর গণপরিবহনগুলোতে যাত্রী বেশে অবস্থান করবেন গোয়েন্দা সদস্যরা। সেই সঙ্গে রাজধানীজুড়ে বসানো সিসিটিভি ক্যামেরাগুলোতেও সার্বক্ষণিক নজর রাখা হবে।

Advertisement

শনিবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, অবরোধ কেন্দ্র করে সহিংসতা প্রতিরোধে প্রতিটি বাসে সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা থাকবেন।

ডিবি প্রধান বলেন, হরতাল ও কয়েকদফা অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দেয়ার অভিযোগে বিএনপি-জামায়াতের অনেক নেতা-কর্মী গ্রেফতার হলেও, অবরোধের আগের দিন সন্ধ্যায় এবং কর্মসূচির দিনেও বিভিন্নস্থানে চোরাগুপ্তা হামলা করে গাড়িতে আগুনের ঘটনা থামানো যাচ্ছে না।

তাই এসব চোরাগুপ্তা হামলাকারিদের ধরতে অবরোধের সময় রাজধানী জুড়ে গনপরিবহনগুলোতে গোয়েন্দা সদস্যরা যাত্রী বেশে অবস্থান করবে বলে জানান, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার । তিনি বলেন, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তারা। এসব সন্ত্রাসীদের খুঁজে খুঁজে ধরা হবে।

Advertisement

হারুন-অর-রশীদ বলেন, রাজধানীতে পুলিশের তল্লাশি জোরদার করা হয়েছে। প্রতিটি মোড়ে ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে পুলিশ মোতায়েন করা আছে। সেই সঙ্গে চোরাগুপ্তা হামলা ঠেকাতে ছদ্মবেশে গোয়েন্দা পুলিশের সদস্যরা বাসের মধ্যে ও বিভিন্ন স্থানে অবস্থান করবেন। নাশকতা করার চেষ্টা ব্যর্থ করা হবে।

তিনি জানান, এজাহারভুক্ত পলাতক বিএনপির কেন্দ্রীয় নেতাদের যে কোনো সময়ে গ্রেফতার করা হবে বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার  হারুন অর রশিদ। তিনি বলেন, রবি এবং সোমবারের অবরোধে নাশকতা রোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

২৮ অক্টোবর পল্টনসহ রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ও পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে রমনা এবং পল্টন থানায় একাধিক মামলা হয়।  ঘটনার পরপরই বিএনপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন স্থানে পালিয়ে থাকলেও সেসব মামলায় এরিমধ্যে মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ কেন্দ্রীয় নেতারা গ্রেফতার হয়েছেন।

Advertisement

হারুন অর রশিদ জানান, নাশকতার মামলায় অভিযুক্ত পলাতক বিএনপির অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের অবস্থান চিহ্নিত করতে পেরেছে পুলিশ। যে কোনো সময়ে তাদের গ্রেফতার করা হবে। তিনি দাবি করেন,  গ্রেফতার বিএনপি নেতারা ২৮ অক্টোবর পালিয়ে যাওয়া সিদ্ধান্ত ভুল ছিলো বলে স্বীকার করেছেন।