ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রামের বাঁশখালি প্রতিনিধি,শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ : মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে চট্টগ্রামের বাঁশখালির ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের মন্তব্যে বিব্রত আওয়ামী লীগ। দলটির স্থানীয় নেতারা বলছেন, পিটার হাসকে পেটানোর হুমকি রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। যার দায়ভার সম্পূর্ণ মুজিবুলের। এজন্য তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথাও বলেন নেতারা।
Advertisement
বিতর্কিত বক্তব্য দিয়ে আবারও আলোচনায় বাঁশখালির চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল। এবার তার বক্তব্য উত্তাপ ছড়িয়েছে খোদ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে।
গেলো ৬ নভেম্বর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে কথা বলেন মুজিবুল। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেয়া বক্তব্যের একপর্যায়ে পিটার হাসকে পেটানোর হুমকি দেন তিনি।
বাঁশখালী চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুল বলেন, পিটার হাস; আমরা আপনাকে ভয় পাই না। আমরা মোটা চালের ভাত খাই। আপনি বিএনপির ভগবান। কিন্তু আমরা আওয়ামী লীগ ইমান বেচি না। আপনাকে এমন মারা মারব, বাঙালি কত দুষ্টু তখন বুঝতে পারবেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল আমেরিকা। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল দেশটি। আপনারা যত কিছু করার করেন। বিএনপির ওপর ছড়ি ঘোরাতে পারবেন। কিন্তু আমাদের একটা কেশও ছিঁড়তে পারবেন না।
মুজিবুলের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে একে সহিংস বক্তব্য হিসেবে অ্যাখ্যা দেন দেশটির পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।
Advertisement
তিনি বলেন, মার্কিন কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তার বিষয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের সহিংস বক্তব্য কাম্য নয়। বাংলাদেশের কোনও রাজনৈতিক প্রার্থী বা দলের প্রতি আমাদের একক সমর্থন নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দেশটির পাশে আছি আমরা।
এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে ক্ষমতাসীন দল। মুজিবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই কথা জানান স্থানীয় নেতারাও।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, মুজিবুলের বক্তব্য রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এই ধরনের রাজনীতিতে আমরা অভ্যস্ত নই। মুজিবুলের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করবো। আওয়ামী লীগ কখনও এই ধরনের কথাবার্তা বলে না। সেরকম রাজনীতি চর্চাও করে না।
বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীও। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আপনারাও এই বিষয়ে প্রতিবেদন করেছেন। আমরাও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।
Advertisement
গেলো বছরের জুনে চাম্বল ইউপি নির্বাচনের আগে গোপন কক্ষে কর্মী রেখে ইভিএমে ভোট নেয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল।