ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুর প্রতিনিধি,বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ : সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ ঢিলেঢালা ভাবে চলছে। আমাদের জেলা প্রতিনিধিরা জানান, গাজীপুরে অবরোধের মধ্যে আন্ত:জেলার পরিবহন ছাড়াও দূরপাল্লার বেশ কিছু পরিবহন চলাচল করছে। এছাড়া রিক্সা, অটো রিক্সা, সিএনজি চলাচল করছে।
Advertisement
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধের কোন প্রভাব পড়েনি। জেলার আভ্যন্তরীণ ১৫টি রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে, তবে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে না। নারায়ণগঞ্জের আড়াইহাজারে কান্দাইলের বাইপাস ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে অবরোধকারী।
Advertisement
নারায়ণগঞ্জ বাস টার্মিনাল এলাকার অবরোধ সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের ১৬০টিসহ সারা দেশে ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে।
Advertisement
এর আগে টানা তিন দিনের ৭২ ঘণ্টা অবরোধের পর রবি-সোম (৫-৬ নভেম্বর) ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের একই দাবিতে জামায়াতে ইসলামী ও কয়েকটি বাম দল যুগপৎ কর্মসূচি পালন করছে। সবশেষ বুধবার-বৃহস্পতি (৮-৯ নভেম্বর) তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কমর্সূচির ঘোষণা করে বিএনপি।