ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ০৬ নভেম্বর নভেম্বর ২০২৩ : দেশে চলমান অবরোধের মধ্যে যারা গাড়িতে আগুন, পেট্রল বোমা মেরে নাশকতা করছে, তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, এমন নাশকতাকারীকে যিনি ধরিয়ে দিতে পারবেন তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
সোমবার ডিএমপির সঙ্গে পেট্রল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় এ কথা বলেন তিনি।
Advertisement
তিনি বলেন, বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে, ইতিমধ্যে অনেককে আমরা হাতেনাতে ধরেছি। অনেককে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।
এসময় উপ পুলিশ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, নাশকতাকারীদের বিষয়ে যারা তথ্য দেবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে রোববার ভোর চারটা থেকে সোমবার সকাল ১০ট পর্যন্ত ১৮টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
Advertisement
সোমবার ফায়ার সার্ভিস জানায়, এর মধ্যে ঢাকা সিটিতে ১০টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) চারটি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) চারটি ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৩টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি লেগুনাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
জাতীয় নির্বাচনের আগে সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডেকেছিল বিএনপি। সেদিন নয়াপল্টনে সমাবেশ শুরুর পর কাকরাইল মোড়, শান্তিনগর, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এবং দৈনিক বাংলা মোড় পরিণত হয় রণক্ষেত্রে।
Advertisement
এসময় অবরোধ সমর্থকরা পুলিশের ওপর হামলা, পুলিশ হাসপাতালে আগুন, এমনকি প্রধান বিচারপতির ভবনেও হামলা করে। হত্যা করা হয় এক পুলিশ সদস্যকে।
এরপর বৃহস্পতিবার হরতালের ডাক দেয় বিএনপি। সন্ধ্যায় সেই কর্মসূচি শেষে রোব ও সোমবার নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে দলটি।